যারা শোকাহত হতে চাইতেছে না তাদের উপর জোর করে শোক চাপিয়ে দেয়া কতটুকু যুক্তিযুক্ত?
লিখেছেন লিখেছেন কথার_খই ১৫ আগস্ট, ২০১৪, ০১:৪৩:০১ রাত
মৃত্যু দিবস পালন কার সার্থে? দেশের জনসাধারণ সবাই শোকাহত হতে আগ্রহী কিনা!!?
যারা শোকাহত হতে চাইতেছে না তাদের উপর জোর করে শোক চাপিয়ে দেয়া কতটুকু যুক্তিযুক্ত? শেখ মুজিবের মৃত্যু দিবসে যারা শোকাহত হতে চান হোনঃ তবে যারা শোকাহত হতে চাইনা তাদের গণতান্ত্রীক অধিকার হরন করবেননা।
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সদ্য স্বাধীন দেশে লাম্পট্য, সন্ত্রাস আর পৈশাচিকতার নজির গড়ে তুলেছিলেন তিনি। রাজনৈতিক নেতার পুত্র মানেই সন্ত্রাসী, লম্পট, ধর্ষক, পিশাচ- সাধারণের মনে এই ধারণার প্রবর্তক তিনি। বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় '৭২-'৭৫ এর এক কুৎসিত চরিত্র তিনি। হ্যা, তিনি হচ্ছেন শেখ কামাল। কুখ্যাত শেখ কামাল। আজ তার জন্মদিন। আজ বড় দুঃখের দিন সেই ধর্ষিত, নিহত মেয়েগুলোর। আজ বড় দুঃখের দিন '৭৪ এর দুর্ভিক্ষ পীড়িত সেই কঙ্কালদের। আজ বড় দুঃখের দিন বীর সন্তান মেজর নাসেরের। শেখ কামাল নামের এক কুলাঙ্গারের জন্ম এই দেশে হওয়াতেই '৭২-'৭৫ এর কালো সময় হয়েছিলো আরো কালো। আরো বিভিষীকাময়। আমরা অবশ্যই বলব, এরকম অশুভ জন্ম যাতে আর কখনো এই দেশে না হয়।banglaesh . আমরা চাই পরিবর্তন।
মন্তব্য করতে লগইন করুন