যারা শোকাহত হতে চাইতেছে না তাদের উপর জোর করে শোক চাপিয়ে দেয়া কতটুকু যুক্তিযুক্ত?

লিখেছেন লিখেছেন কথার_খই ১৫ আগস্ট, ২০১৪, ০১:৪৩:০১ রাত

মৃত্যু দিবস পালন কার সার্থে? দেশের জনসাধারণ সবাই শোকাহত হতে আগ্রহী কিনা!!?



যারা শোকাহত হতে চাইতেছে না তাদের উপর জোর করে শোক চাপিয়ে দেয়া কতটুকু যুক্তিযুক্ত? শেখ মুজিবের মৃত্যু দিবসে যারা শোকাহত হতে চান হোনঃ তবে যারা শোকাহত হতে চাইনা তাদের গণতান্ত্রীক অধিকার হরন করবেননা।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254414
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:৩০
কাহাফ লিখেছেন : এটা অমানবিকতা...........।
১৬ আগস্ট ২০১৪ রাত ০১:২৫
198493
কথার_খই লিখেছেন : কোনটা অমানবিকতা??
254438
১৫ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৭
তহুরা লিখেছেন :
১৬ আগস্ট ২০১৪ রাত ০১:২৬
198496
কথার_খই লিখেছেন : হাতে ব্যথা লাইলা যাইতে পারে......
254448
১৫ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৪
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : শেখ হাসিনার দ্যাশে থাকবেন আর ১৫ আগষ্ট চোখের পানি ফেলবেননা! মগের মুল্লুক পাইছেন? এই লন এটা সাথে রাখেন।
১৬ আগস্ট ২০১৪ রাত ০১:২৭
198497
কথার_খই লিখেছেন : আপনি মনে হয় ফার্মেসির ব্যবসা করেন ফ্রীতে দিয়ে দিলেন!
254518
১৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৭
আহ জীবন লিখেছেন : কখনও কখনও নিজের অধিকার ছেড়ে দিয়ে অধিকার আদায় করতে হয়। দুই দলের কেউই এটা বুঝতে চায় না।
১৬ আগস্ট ২০১৪ রাত ০১:২৯
198498
কথার_খই লিখেছেন : নিজের অধিকারইতো আদায় করতাছে ওরা!
254624
১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশে থাকতে চাইলে হাসিনা কাদলে আপনাকে ও কাদতে হবে
১৬ আগস্ট ২০১৪ রাত ০১:৩০
198499
কথার_খই লিখেছেন : আমি কাঁদতে পারবোনা, Winking)
254636
১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
একপশলা বৃষ্টি লিখেছেন : দেশদ্রোহিতার গন্ধ পাচ্ছি!
১৬ আগস্ট ২০১৪ রাত ০১:৩০
198500
কথার_খই লিখেছেন : টয়লেট থেকে এসেছেন মনে হয়!
254758
১৬ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৯
কাহাফ লিখেছেন : জোর করে শোক দিবস চাপিয়ে দেয়া টা অমানবিকতা........।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:৩০
199327
কথার_খই লিখেছেন : ঠিক বলেছেন phbbbbt
254778
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:৩৯
বুড়া মিয়া লিখেছেন : জোর করে চাপিয়ে দেয়াটাই তো যুক্তিযুক্ত – এটা বুঝতে হবে খুব ভালো ভাবে!

জোর যার মুল্লুক তার
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:৩৪
199329
কথার_খই লিখেছেন : জোর করে চাপিয়ে দেয়াতে শেখ মুজিব ভালবাসার চেয়ে ঘৃণা অর্জন করেছে বেশি!
255553
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৪
আমি মুসাফির লিখেছেন : সময়কাল ১৯৭৫। সদ্য বিবাহিত এক নবদম্পতি গাড়িতে বেরিয়েছেন। প্রকাশ্যেই স্বামী এবং গাড়ির ড্রাইভারকে হত্যা করে মেয়েটাকে তুলে নিয়ে যায় মুজিবের স্নেহধন্য, শেখ কামালেরে সহযোগী কুখ্যাত সন্ত্রাসী মোজাম্মেল। ধর্ষিত মেয়েটির রক্তাক্ত মৃতদেহ তিনদিন পর পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। মেজর নাসের গ্রেপ্তার করেন মোজাম্মেলকে। মোজাম্মেল হাসতে হাসতে বলে, আমাকে ছেড়ে দেন। নাহলে আপনিই বিপদে পড়বেন। মেজর নাসের ছাড়লেন না মোজাম্মেলকে। পরেরদিনই শেখ মুজিবের নির্দেশে ছাড়া পায় মোজাম্মেল। শাস্তির মুখোমুখি হন মেজর নাসের। (দেয়াল-হুমায়ুন আহমেদ, Bangladesh Legacy of Blood- Anthony Mascarenhass)
সদ্য স্বাধীন দেশে লাম্পট্য, সন্ত্রাস আর পৈশাচিকতার নজির গড়ে তুলেছিলেন তিনি। রাজনৈতিক নেতার পুত্র মানেই সন্ত্রাসী, লম্পট, ধর্ষক, পিশাচ- সাধারণের মনে এই ধারণার প্রবর্তক তিনি। বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় '৭২-'৭৫ এর এক কুৎসিত চরিত্র তিনি। হ্যা, তিনি হচ্ছেন শেখ কামাল। কুখ্যাত শেখ কামাল। আজ তার জন্মদিন। আজ বড় দুঃখের দিন সেই ধর্ষিত, নিহত মেয়েগুলোর। আজ বড় দুঃখের দিন '৭৪ এর দুর্ভিক্ষ পীড়িত সেই কঙ্কালদের। আজ বড় দুঃখের দিন বীর সন্তান মেজর নাসেরের। শেখ কামাল নামের এক কুলাঙ্গারের জন্ম এই দেশে হওয়াতেই '৭২-'৭৫ এর কালো সময় হয়েছিলো আরো কালো। আরো বিভিষীকাময়। আমরা অবশ্যই বলব, এরকম অশুভ জন্ম যাতে আর কখনো এই দেশে না হয়।banglaesh . আমরা চাই পরিবর্তন।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:৩৫
199330
কথার_খই লিখেছেন : তথ্য বৃত্তিক মন্তব্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File