;;;;;; কেন আমাদের মুখ বন্ধ ? ;;;;;;
লিখেছেন লিখেছেন কথার_খই ০৬ আগস্ট, ২০১৪, ০১:২৯:১১ রাত
আমাদের ভাই কে হত্যা করেছে ওরা , কেন আমাদের মুখ বন্ধ ?
অন্যয়ের প্রতিবাদ করতে কেন আমাদের এত দৃধা দন্ধ ?
আমরা কেন অন্যায় দেখে নীরব বসে থাকি ?
যাদের আছে বলার ক্ষমতা তারা কেন নিদ্রে , কি সপ্ন দেখি ?
আমরা তাদের দাওয়াতের ইশারায় লাইনে লাইনে দড়ায় ,
তাদের ওই অর্থের কাছে নিরবে হাত বাড়ায় ।
আমাদের দাওয়াত তারা গ্রহন করতে পারেনা সহযে ,
আমাদের গুলো তিতু লাগে মিষ্টির কাছে তারা মজে !
নগত গুলো মিষ্টি দেখে বাকীর খাতা রাখে শূন্য ,
তারা বুঝেনা মরলে দরকার- হবে , বাকীর খাতায় পুণ্য ।
পুণ্য ছাড়া আখেরাতে কউ পাবেনা পার ,
এখানে যেমন ইচ্ছা নষ্ট করছে মানুষের পাপ্য অধিকার ।
বন্ধ করো মনুষ হত্যা নষ্ট করোনা করো অধিকার ,
ধ্বংস হবে পাপ তোমাদের জন্য সামনে অন্ধকার ।।
.................................................
এখন মুখ বন্দ রাখলে চলবে না , আমাদের প্রতিবাদ করতে হবে ।
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনবেলা উদর পুর্তি হলেই যেই ভাতখোর মুসলমানেরা সন্তুষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্যে এমন দুর্গতিই নির্ধারিত!
সময় খারাপ......
মন্তব্য করতে লগইন করুন