হতভাগা Rose Roseপ্রবাসীর চিঠি...... তার প্রিয়তমা স্ত্রীর কাছে Rose Rose

লিখেছেন লিখেছেন কথার_খই ২৭ জুলাই, ২০১৪, ০৯:০৯:১৭ রাত

প্রাণ প্রিয় স্ত্রী....

আস্সালামু আলাইকুম...

লিখার শুরুতে অন্তরের অন্তস্থল থেকে অপুরান্ত ভালবাসা ও আদর নিও, আশা করি আল্লাহর অশিম রহমতে শারিরিক সুস্থতা ও বাবা মা ভাই বোন সবইকে নিয়ে ভাল আছ!



এদিকে আমিও আল্লাহর অশিম রহমত ও তোমাদের সবার দোয়ায় ভাল আছি।

পর সমাচার........

তোমাকে দেশে রেখে প্রবাসে চলে এসেছি প্রায় ৪ মাস ১৪ দিন হয়ে গেছে!!!

তোমাকে ছাড়া এ চার মাসের সময় গুলো কি ভাবে কাটিয়েছি তা বলতে গেলে কয়েকটি খাতা ভরে যাবে তার পরও হয়তো বলে শেষ করা যাবেনা!!

আজকের এই চিঠি লেখার প্রধান উদ্দেশ্য ৪ মাস ১৪ এর মাথায় আজ প্রবিত্র ঈদ উল ফিতর!! (চাঁদ দেখা সাপেক্ষে) হয়তো ঈদের দিনটিতে তোমার স্বামী হিসেবে আমাকে খুব বেশী মিস্ করবে!!

কত ইচ্ছা ছিলো তোমাকে সাথে নিয়ে ঈদ করবো!! কিন্তু প্রবাসের কর্মময় জীবনে কত ইচ্ছাইতো মাঠি হয়ে যায়, তোমার সাথে ঈদ করার ইচ্ছাও সেরকম মাঠি হয়ে গেল!!

যদি থাকতাম দেশে যদি তোমাকে নিয়ে ঈদ করতে পারতাম কতইনা ভাল হতো! কিনে দিতে পারতাম নতুন কাপড়, নতুন আরোও কত কিছু ...

নতুন কাপড় নিয়েছ, কিন্তু আমিতো নিজ হাতে কিনে দিতে পারিনি!

প্রিয় স্ত্রী....

আশা করি তুমি বুঝবে আমার এই এই অপারগতা, আমার ইচ্ছার কোন কমতি ছিলোনা!

আমার প্রবাস জীবনের ঈদ কেমন হবে তার বর্ননা এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন....

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4081/kala/50080#.U9UTDcuoVAg

Rose Rose

বিষয়: বিবিধ

২৫৭০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248856
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন : বিয়ে করে প্রবাসে বউকে নিয়ে আসা যায় না ?
২৭ জুলাই ২০১৪ রাত ০৯:৫০
193384
কথার_খই লিখেছেন : চিন্তা ভাবনা করতেছি দেখা যাক সফল হতে পরি কিনা <:-P
২৭ জুলাই ২০১৪ রাত ১০:২৩
193398
হতভাগা লিখেছেন : চিন্তা করতেই থাকেন , ঐ দিকে শিয়ালে এসে মুরগী নিয়ে ভাগবে । অথবা পাখি খাঁচা ভেঙ্গে উড়াল দেবে ।
২৭ জুলাই ২০১৪ রাত ১১:১৩
193409
কথার_খই লিখেছেন : সন্দেহ ঢুকাইয়া দিলেন মিয়া...
আমার ভয় হইতাছে Rolling on the Floor

তবে মন আমার এত পাতলা নয় যে দুর্ঘটনায় পরিয়া যামু, <:-P
৩০ জুলাই ২০১৪ রাত ১২:১৮
193747
সত্যলিখন লিখেছেন : স্বামিরা স্ত্রীকে খাটি ভালবাসা দিলে শিয়ালের থাবার আগেই মুরগীর থাবায় শিয়াল পালায় ।আর ভাঙ্গায় খাচায়ও পাখি হাজার বছর অপেক্ষায় থাকতে পারে । আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে হেফাজতে থাকলে আল্লাহ আপনার স্ত্রীকেও হেফাজতে রাখবেন। ইনশাল্লাহ ।@কথার_খই
248868
২৭ জুলাই ২০১৪ রাত ১০:০৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ জুলাই ২০১৪ রাত ১১:১৩
193410
কথার_খই লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ!
249120
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো... Good Luck
ঈদ মোবারক!
Rose Rose Rose
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩২
193687
কথার_খই লিখেছেন : তাই ই ই ই.....
ঈদ মোবারকাত
249322
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি প্রীতি আর ভালবাসা। আপনার জন্য শুভ কামনা।
২৯ জুলাই ২০১৪ রাত ১১:৪৩
193735
কথার_খই লিখেছেন : আপনার জন্যও শুভ কামনা।ঈদ মোবারক
249362
২৯ জুলাই ২০১৪ রাত ০৯:০২
আফরা লিখেছেন : কেন বুঝবে না আপনি তো তাকে সুখে রাখার জন্যই প্রবাসে পরে আছেন ।ভাইয়া চেষ্টা করেন যদি নিয়ে আসতে পারেন সেটাই সব চেয়ে ভাল ।
২৯ জুলাই ২০১৪ রাত ১১:৪৯
193736
কথার_খই লিখেছেন : হা সে বুঝে! লেখাটি তাকে শেয়ার করেছি সে আমাকে বুঝাচ্ছে মন খারাপ করোনা সময়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছে।

সত্যি বলতে বউ আমাকে খু..ব...ই ভালবেসে! আমিও তাকে ভালোবাসি।।

দোয়া চাই যেন ভালবাসা ধরে রাখতে পারি।
249397
৩০ জুলাই ২০১৪ রাত ১২:১৯
সত্যলিখন লিখেছেন : প্রাবাসী স্বামিরা স্ত্রীকে খাটি ভালবাসা দিলে শিয়ালের থাবার আগেই মুরগীর থাবায় শিয়াল পালায় ।আর ভাঙ্গায় খাচায়ও পাখি হাজার বছর অপেক্ষায় থাকতে পারে । আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে হেফাজতে থাকলে আল্লাহ আপনার স্ত্রীকেও হেফাজতে রাখবেন। ইনশাল্লাহ ।
৩০ জুলাই ২০১৪ রাত ১২:৫০
193750
কথার_খই লিখেছেন : বাস্তবতার স্বপক্ষে কথা বলেছেন আপনি!! কথা গুলো আমার বউয়ের জন্য টনিক হিসেবে কাজ করবে! তাকে আবার লেখাটি শেয়ার করব! ধন্যবাদ আপনাকে,
৩০ জুলাই ২০১৪ রাত ০৮:০৮
193913
সত্যলিখন লিখেছেন : আমি আমার জীবনের অভিজ্ঞতার আলোকে কথা বলি ।আমার স্বামী প্রায় ৫ বছর জাপান ছিলেন। আমি আর আমার স্বামী এই বিশ্বাসের ছিলাম ।আমার মনে হত ২৪ ঘন্টা সে আমার পাশে আছে। কারন আল্লাহ দেখছেন ,আমার মন অন্যকোন দিকে যাচ্ছে কিনা । তা হলে আল্লাহ তার মনকেও আমার থেকে অন্যদিকে নিয়ে যাবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬ বছর ছিলাম ।সে কখনো গিয়ে আমাকে পাহারা দেয় নাই ।আমি আজো জানিনা মধুর ক্যান্টিনের ভিতরটা কেমন? আমার বান্ধুবীরা আমাকে অনেক দিকে আড্ডা দিতে নিতে চাইত ।আমি শুধু একটা কথাই বলতাম "আমার স্বামীর বিশ্বাস আমি নষ্ট করতে পারব না।সে জানে আমি ক্লাস লাইব্রেরী আর বাচ্ছাদের স্কুল পর্যন্ত আমার বিচরন ক্ষেত্র।আলহামদুলিল্লাহ। আমরা আজ সেই বিশ্বাস নিয়ে জান্নাতী সুখে আছি।
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:৫৫
193940
কথার_খই লিখেছেন : আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File