সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্মান করা হয়েছে বিশ্বের প্রথম পরিবেশবাদ্ধব মসজিদ

লিখেছেন লিখেছেন কথার_খই ২১ জুলাই, ২০১৪, ০৩:২৬:৩০ রাত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্মান করা হয়েছে বিশ্বের প্রথম

পরিবেশবাদ্ধব মসজিদ। এক লাখ ৫০ স্কয়ার ফুটের ওই মসজিদে ৩ হাজার ৫০০ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারবে। এটি একই সঙ্গে দুবাইর সবচেয়ে বড় মসজিদও।

১৮ জুলাই ‘খলিফা আল তাজের’ নামের মসজিদটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দুবাইয়ের ওয়াকফ অ্যান্ড মাইনরস’ সম্পর্ক বিভাগের সেক্রেটারি ১৩ তায়েব আল রইস।

রইস বলেন, ‘আশা করি, আমাদের এই মসজিদ অন্যদেরকেও উতসাহিত করবে।’

পরিবেশ সংরক্ষণ ইসলামেরও অন্যতম একটা উপদেশ। পবিত্র কোরআনেও পরিবেশ রক্ষার কথা বারবার বলা হয়েছে। আশা করি, মুসল্লিরা এই মসজিদ থেকেই পরিবেশ রক্ষার কাজ শুরু করবেন।’ বলেন রইস।

আমেরিকার গ্রিন বিল্ডিং কনফর্মান্সেসের নিয়ম মেনে ও পরিবেশ রক্ষা হয় এমন সব সুবিধে রেখে তৈরি হয়েছে মসজিদটি।

মসজিদ তৈরিতে ব্যবহুত হয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি। যা ব্যবহার করে পানির অপচয়ও রোধ করা যাবে। মুসল্লিদের ব্যবহুত ওজুর পানি পুন:প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা রয়েছে এখানে। একফোটা পানি যাতে করে অপচয় না হয় সেজন্য মসজিদের পাশে বাগান করা হয়েছে। যাতে ব্যবহুত পানি বাগানে দেয়া যায়।

বারবার উতপাদন করা যায় এমন জ্বালানি শক্তি ব্যবস্থা করা হয়েছে এ মসজিদে। বিদ্যুত সঞ্চয়কারী বাতি ও সৌরশক্তি ব্যবহারের সুবিধেও রাখা হয়েছে। এছাড়া বাতি বা ফ্যান ব্যবহারের জন্য অটো ‍সুইজের ব্যবস্থা রাখা হয়েছে। আছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও। তবে সেটা স্বয়ংক্রীয়ভাবে চলবে শুধু ঠিক নামাজের সময়ে। সূত্র: গালফ টুডে।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246548
২১ জুলাই ২০১৪ রাত ০৩:৩৭
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:০৩
191445
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
246584
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:০৬
ভিশু লিখেছেন : ভালো শেয়ার!
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:১২
191448
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
246622
২১ জুলাই ২০১৪ সকাল ০৭:১৩
দ্য স্লেভ লিখেছেন : ভাল,তবে এটাও শেষ সময়ের আলামত। ওই টাকায় অন্তত একটা মিসাইল বানালে উপকার পাওয়া যেত,অবশ্য মিসাইল যাদের আছে তারা সেটার উপর শুয়ে ঘুমাচ্ছে....মিসাইল বেড ছাড়া তারা ঘুমাতে পারেনা
২১ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৫
191478
হতভাগা লিখেছেন : আপনি তো ''ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে '' বলা দেশটিতে থাকেন । সেখানে বসবাসরত অপরাপর বাংলাদেশী তথা মুসলিম কমিউনিটি নিয়ে একটা প্রতিবাদ সমাবেশ ডাকুন । ওবামা প্রশাসনকে বাধ্য করান ইসরায়েলের উপর এই এক চোখা সমর্থন বন্ধ করতে ।
২১ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৭
191523
দ্য স্লেভ লিখেছেন : যে এলাকায় থাকি,সেখানকার আশপাশে বাঙ্গালীর চারা নেই। মুসলিম থাকে বহু দূরে্ । তবে আমার আশপাশের লোকরা ইসরাইলের পক্ষে না। একটু আগেও এক খ্রিষ্টানের সাথে কথা হচ্ছিল। সে এটার ঘোর বিরোধী। তবে শেষ পর্যন্ত সে এক আল্লাহতে বিশ্বাস এনেছে। বাকীটা মানবে না, তা বলে দিয়েছে.. Happy
246629
২১ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন : ''আছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও। ''

০ শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র পরিবেশ বান্ধব হয় কিভাবে ? গ্রীন হাউজ গ্যাস তো এসির মাধ্যমেও বের হয় ।

http://www.livescience.com/919-increased-air-conditioners-produce-greenhouse-gas.html

এর আগে যেসব মাসজিদ ছিল বা আছে সেগুলো কি পরিবেশের জন্য ক্ষতিকারক ছিল ?
246748
২১ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
246938
২২ জুলাই ২০১৪ রাত ১২:০৩
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল শেয়ার। ভাল লাগল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File