সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্মান করা হয়েছে বিশ্বের প্রথম পরিবেশবাদ্ধব মসজিদ
লিখেছেন লিখেছেন কথার_খই ২১ জুলাই, ২০১৪, ০৩:২৬:৩০ রাত
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্মান করা হয়েছে বিশ্বের প্রথম
পরিবেশবাদ্ধব মসজিদ। এক লাখ ৫০ স্কয়ার ফুটের ওই মসজিদে ৩ হাজার ৫০০ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারবে। এটি একই সঙ্গে দুবাইর সবচেয়ে বড় মসজিদও।
১৮ জুলাই ‘খলিফা আল তাজের’ নামের মসজিদটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দুবাইয়ের ওয়াকফ অ্যান্ড মাইনরস’ সম্পর্ক বিভাগের সেক্রেটারি ১৩ তায়েব আল রইস।
রইস বলেন, ‘আশা করি, আমাদের এই মসজিদ অন্যদেরকেও উতসাহিত করবে।’
পরিবেশ সংরক্ষণ ইসলামেরও অন্যতম একটা উপদেশ। পবিত্র কোরআনেও পরিবেশ রক্ষার কথা বারবার বলা হয়েছে। আশা করি, মুসল্লিরা এই মসজিদ থেকেই পরিবেশ রক্ষার কাজ শুরু করবেন।’ বলেন রইস।
আমেরিকার গ্রিন বিল্ডিং কনফর্মান্সেসের নিয়ম মেনে ও পরিবেশ রক্ষা হয় এমন সব সুবিধে রেখে তৈরি হয়েছে মসজিদটি।
মসজিদ তৈরিতে ব্যবহুত হয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি। যা ব্যবহার করে পানির অপচয়ও রোধ করা যাবে। মুসল্লিদের ব্যবহুত ওজুর পানি পুন:প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা রয়েছে এখানে। একফোটা পানি যাতে করে অপচয় না হয় সেজন্য মসজিদের পাশে বাগান করা হয়েছে। যাতে ব্যবহুত পানি বাগানে দেয়া যায়।
বারবার উতপাদন করা যায় এমন জ্বালানি শক্তি ব্যবস্থা করা হয়েছে এ মসজিদে। বিদ্যুত সঞ্চয়কারী বাতি ও সৌরশক্তি ব্যবহারের সুবিধেও রাখা হয়েছে। এছাড়া বাতি বা ফ্যান ব্যবহারের জন্য অটো সুইজের ব্যবস্থা রাখা হয়েছে। আছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও। তবে সেটা স্বয়ংক্রীয়ভাবে চলবে শুধু ঠিক নামাজের সময়ে। সূত্র: গালফ টুডে।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইরান।
০ শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র পরিবেশ বান্ধব হয় কিভাবে ? গ্রীন হাউজ গ্যাস তো এসির মাধ্যমেও বের হয় ।
http://www.livescience.com/919-increased-air-conditioners-produce-greenhouse-gas.html
এর আগে যেসব মাসজিদ ছিল বা আছে সেগুলো কি পরিবেশের জন্য ক্ষতিকারক ছিল ?
মন্তব্য করতে লগইন করুন