ব্লগারRose Rose ভিজিটর Chatterbox, Chatterbox Cheerসম্পাদক এবং নতুন যারা আসছেন টুডে ব্লগ জগতে.....Rose Rose

লিখেছেন লিখেছেন কথার_খই ২০ জুলাই, ২০১৪, ০৪:৩৮:৪৭ রাত

ব্লগাররা নিজের লেখাটা নিজে ব্লগে প্রকাশের পরও নিজেস্ব আবেগে ক'একবার পড়ে নেয় আনন্দে!! Chatterbox, Chatterbox Cheer



Chatterbox

Rose

Cheer

Chatterbox

কিন্তু অন্যের প্রকাশিত ব্লগটা দেখার প্রয়োজনীয়তা অনুভব করেনা!

অথচ প্রত্যেক ব্লগারের উদ্দেশ্য লেখাটি পড়া হবে, মন্তব্য করা হবে লেখাটি নিয়ে!! ব্লগার নিজের উদ্দেশ্য নিয়ে নিজে ঘুমিয়ে থাকে নিজের ভিতরে!

ব্লগার নিজে চিন্তা করেনা অন্য ব্লগারের উদ্দেশ্য!

তাই দেখা যাচ্ছে ৮৮জন ব্লগার অনলাইনে আছে অথচ ব্লগের প্রথম পৃষ্ঠায় ১৬টি লেখায় মন্তব্য করা হয়েছে ৯টি! ভিজিটর আছে অনলাইনে ৭৩১জন প্রথম পৃষ্ঠায় ১৬টি লেখা পড়া হয়েছে যথাক্রমে ৩বার ৫বার ৬বার ১৩বার ১বার ১৯বার ২৩বার ৪১বার ৯বার ১১বার ৪৯বার ২৯বার ১২৮বার ৯৮বার ৬৬বার ১৪৬বার!!!

উপরের চিত্রটা দেখলে সাধারণ ব্লগার হিসাবে মার্মহত না হয়ে পারিনা।

যারা ব্লগে নিয়মিত আসে তাদের মধ্যে ভিশু, সন্ধ্যাতারা, হতভাগা, প্রবাসী আব্দুল্লা শাহীন, সহ আরো কয়েকজন ব্লগার ব্লগটাকে প্রাণ সন্চালন করে রেখেছেন!!

আমি ব্লগে খুব একটা সময় দিতে পারেনা কর্মব্যস্ততার কারণে যে কাজ করি ডিউটি পরিমাণের চেয়ে একটু বেশী!!! তারপরও লেখালেখিতে আনন্দ পাই বলে ব্লগে ফিরে আসি......

তবে এটুকু বলতে পারি টুডে ব্লগে কিছু রুচিশীল ব্লগার আছে যাদের লেখা পড়লে মন ভরে যায়।

সম্পাদক সমীপে

যদিও কথা গুলো এ লেখাটির আগে প্রকাশিত দুটি লেখায় সম্পাদকে অবহিত করেছিলাম!

কিন্তু দুঃখের বিষয় সম্পাদক এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি!!

বিষয়ঃ- ব্লগে সবাই গদ্য লেখক নয়, অনেকে ছড়া পদ্য লিখতে ভালবেসে, ছড়া পদ্য যারা লিখে তারাও ভিবিন্ন বিষয়ে লিখে থাকেন, আশচর্যের বিষয় লেখাটি গদ্য আকার লাভ করে ব্লগে প্রকাশের পর!!!

ছড়া পদ্য সাধারণত চার লাইন চার লাইন করে বেশীর ভাগ লেখক লিখে থাকেন কিন্তু টুডেব্লগে চার লাইনের পদ্য খূঁজে পাওয়া যায়না ছড়িয়ে ছিটিয়ে যায়!!! বিষয়টা নিয়ে সম্পাদক মোহদয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি সম্পাদক সাহেব এর সমাধান চাই।।

নতুন ব্লগার সমীপে

টুডে ব্লগ এর অবস্থান একদিনে হয়নি টুডে ব্লগের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে!! ফ্যাসিবাদী সরকারের তথ্যমন্ত্রণালয় ভাব প্রকাশের মাধ্যম টুডে ব্লগের লিংক বন্ধ করে দেয় যেন বাংলদেশে টুডেব্লগ দেখা না যায়!! এক বার নয় ক'একবার!!!

কিন্তু টুডে সম্পাদক সাহসিকতার সাথে ব্লগের নতুন লিংক তৈরী করে আমাদের মত প্রকাশের প্লাটফর্ম টুডেব্লগ অবিচল রেখেছেন। আমরাও সাথে ছিলাম এখনো আছি,

আশা করি আপনিও ব্লগিং জগতে আপনার অবস্থান তৈরী করে নিবেন মন্তব্য প্রতি মন্তব্যয়ের মাধ্যমে!

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246201
২০ জুলাই ২০১৪ সকাল ০৭:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : সুন্দর লিখেছেন।
২০ জুলাই ২০১৪ রাত ০৮:৫৩
191266
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
246205
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:২০
হতভাগা লিখেছেন : যে সময়ে পোস্ট দিয়েছেন সে সময়ে বাংলাদেশের মানুষ সেহরী খেয়ে ঘুমে চলে গেছে ।

যে ৮৮ জন ব্লগার + ৭৩১ জন ভিজিটর দেখেছেন - তারা সম্ভবত প্রবাসীরা । পারতপক্ষে তারা কমেন্ট করছে না , শুধু ভিজিট করে আসছে ।

এটা খুব স্বাভাবিক । সামুতে গিয়ে দেখেন সেখানে প্রথম পাতাতে যে পোস্টগুলো থাকে সেখানে ১-২ টার বেশী কমেন্ট পড়ে না । বেশীর ভাগ পোস্ট কমেন্ট শূন্য থাকে ।

সামুতে কমেন্টের চেয়ে পোস্ট বেশী আসে । ঘন্টায় ২০-৩০ টা তো হবেই । টুমরোতে অনেক সময় ২ ঘন্টাতেও পরবর্তী পোস্ট আসে না !

হতে পারে , কারণ যেহেতু ব্লগার সবাই পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন সেহেতু একেক জনের একেক সময় রেসপন্স আসে ।

তবে ম্যাক্সিমাম ব্লগার যেহেতু বাংলাদেশে আছেন সেহেতু সকাল ৮ টা থেকে রাত ১১/১২ টা পর্যন্ত ব্লগ সরগরম থাকে ।
২০ জুলাই ২০১৪ রাত ০৮:৫৮
191268
কথার_খই লিখেছেন : বেশ সময় নিয়ে মন্তব্য করেছেন সহমত।
টুমরোতে অনেক সময় ২ ঘন্টাতেও পরবর্তী পোস্ট আসে না !(টুমরোতে)শব্দটি বুজতে পারলাম না, বুজিয়ে বললে ভাল হয়।
২০ জুলাই ২০১৪ রাত ০৯:১৮
191271
হতভাগা লিখেছেন : টুডে অনেক আগেই নেই হয়ে গেছে , সেটা এখন টুমরো নামে চলছে ।
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৪১
191294
কথার_খই লিখেছেন : http://www.onbangladesh.org/blog এই নামে চলছে
246435
২০ জুলাই ২০১৪ রাত ১০:০৭
মহিলা কর্ণার লিখেছেন : ভালো লাগলো আপনার কথাগুলো
246543
২১ জুলাই ২০১৪ রাত ০৩:২০
কথার_খই লিখেছেন : ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File