ব্রাজিলের হারে যারা কষ্ট পেয়েছেন বেশি তাদের জন্য ঔষধি কথা!!!!

লিখেছেন লিখেছেন কথার_খই ০৯ জুলাই, ২০১৪, ০৯:০৩:৪৬ রাত

ব্রাজিলের হারে যারা কষ্ট পেয়েছেন বেশি। কষ্ট থেকে নিজেকে উদ্ধার করতে পারছেন না। তারা নিচের কথাগুলো ভাবুন, তাহলে আমার মত কষ্ট থেকে বাঁচতে পারবেনঃ

১.আমি মুসলিম আর তারা হচ্ছে খৃষ্টান। তাদের জন্য আমার কষ্ট পাওয়া ঠিক নয়।

২. তারা ব্রাজিলে আর আমি বাংলাদেশে। তাদের জয় পরাজয়ে আমার লাভ ক্ষতি নেই।

৩. তাদের প্রতি কট্রর সমর্থন থাকার কারনে আল্লাহ যদি আমার কাছে কফিয়ত চায়, তাহলে আমি কি জবাব দিব।

৪. আর্জেন্টিনা বা অন্য দলের সমর্থকরা কিছু বললে একটা হাসি দিয়ে চুপচাপ চলে যান। তবে আর্জেন্টিনার হারে ভুলে তাদের সমর্থকদের কিছু বলবেন না। কারন এই অভ্যাস খুবই খারাপ।

৫.ধরেন ব্রাজিল যদি কাপ নিতো তাহলে আপনার কি লাভ হতো? কেন কষ্ট পেয়ে নিজের ক্ষতি করছেন?

এই কথা গুলো চিন্তা করেন। আশা করি কষ্ট কমবে!

সংগ্রহ ফেসবুক

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243224
০৯ জুলাই ২০১৪ রাত ০৯:১৩
হতভাগা লিখেছেন : সাপোর্ট করা খারাপ না । তবে অতি আবেগ আত্মহত্যা ডেকে আনে ।
243243
০৯ জুলাই ২০১৪ রাত ১১:১৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : আমি ব্রাজিলের সাপোর্টার তবে হারাতে কষ্ট পাইনি কারণ এটা প্রাপ্য ছিলো। ভালো খেলে হারলে কষ্ট পেতাম।
243286
১০ জুলাই ২০১৪ রাত ০১:৫০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File