লেখাটি আমি লিখলেও আমি বুঝিনি কিছুই আপনি কিছু বুঝতে পরলে আমার সফলতা!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ০৫ জুলাই, ২০১৪, ০৪:৫৯:০৮ রাত
---
++++
%%%%
!!!!!!!!!!!!!
স্রোতের মোহে চলতে চেয়ে
পেয়েছি বিভেগের বাঁধা,
মনের বিরুদ্ধে লিখতে পারিনা তাই
অনেকে ভাবে, আমার মনে অনেক কাদা !!
সাদা মনের কান খূঁজেছি
বাঁধাহীন ভাব প্রকাশের জন্য,
সত্য শুনার শক্তি চেয়ে
আহবান হে বন জঙ্গল অরণ্য ।
মানুষ গুলোকে পশু করে রাখ
হে বন জঙ্গলের সবুজ পাতা,
তবে অন্যায় অবিচার বন্ধ হবে
বলছে আমার ছেড়া কবিতার খাতা !
শক্ত মনের নরম সুর
বাঁধছে দালান কোঠা ঘর,
শুকুন বলে মরা মানুষ
এতো ধুধু বালুচর !!
বালুচরে বাতাসের বিভেগ
খায় গোর পাক,
কাকড়ার আনাগোনা দেখে
রাতে শিয়ালের হাক !
স্বার্থের জন্য শিয়াল জাগে
কাকড়ার ভয় ডর,
স্বর্থের জন্য সত্যকে বলছি
যা ! এখান থেকে তুই সর !!
সাদা মনের কানটাকে
রং তুলিতে খাতায় আঁকি,
সবুজ পাতা গুলো ছিড়ে যায়
তাই পশুর উকি ঝুকি !!!
মন্দের কাছে মন্দ সেরা
ভালোর কাছে ঠিক উল্টো,
এই সব দেখে শুনে রেগে যায়
পাশের হিন্দু পাড়ার পল্টো !!
টক
পল্টো হিন্দু হলেও পোলা ভালো
সে জানতে শুনতে ভালোবাসে,
বন জঙ্গগলের পাতা গুলো
মানুষ নামের পশু দেখে হা . . হা . . . হাসে !!!
-----------------------
বিষয়: বিবিধ
১৫৯৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই লেখাগুলি বুঝি নাই ।
চার লাইনের যে সাংকেতিক চিন্হ ব্যবহার করেছেন কোন সাংকেতিক চিন্হটা কোন ছবি বা লিখার জন্য সেটা বুঝান , আমরাও প্রতিবাদের এই সাংকেতিক রুপ আয়ত্ব করি ।
এগুলোর কথা বলছেন?
২/হচ্ছে যোগ, এর অর্থ হচ্ছে যুক্ত হওয়া, ৩/হচ্ছে পার্সেন্ট, এর অর্থ হচ্ছে হিসাব করা, যেমন ৯৯% ভাল আছি। ৪/হচ্ছে আচার্য বোধক....
এর পর দায়িত্ব আপনার!! চেষ্টা করলাম বুঝাতে! ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন