সংসারের ভুলত্রুটি ও রাজনীতি মনস্ক মন (সাথে ছবি) ১৮+

লিখেছেন লিখেছেন কথার_খই ৩০ জুন, ২০১৪, ০৯:০৫:০৮ রাত





✔✔

✔✔✔

আমি চাইবোনা ভালো তাদের

যারা আমার ভালো চাইনা!

ওদের ভালো চেয়ে বাস্তবতার

মুখে উপহার পেয়েছি যন্ত্রণা!!



ওদের ভুলত্রুটি সমাধানের চেষ্টায়

তুলে নিয়েছি তা নিজের উপর!

তার পরও তারা আমায় আপন

ভাবেনি, উল্টো ভেবেছে পর!!



আমি যখন পর, আর আপন হতে

চাইনা অপমান মাথায় নিয়ে,

আমি আমার মত চলতে চাই

তোমাদের মুক্তি দিয়ে।



আমাকে ছাড়া তোমারা সুখী হবে? হও

বিন্দুমাত্র দুঃখ নেই আমার,

তোমাদের সুখের জন্যেইতো

আমার শত চেষ্টা শত হাহাকার।



তোমারা সংসারকে ভেবেছ

আপন মনে রাজনীতির রঙ মহল!!

কথার তর্ক বিতর্কে সবাই চাও জিততে!

তা দেখে আমার চোখে আসে জল!!



কতবার বুঝিয়েছি বিনয়ে সংসার

নয় রাজনীতির দেউলিয়াপনা,

তোমারা নিজদের শ্রেষ্টত্ব প্রমাণে নিজেদের করেছ তুচ্ছ

মায়া মমতাকে করেছ অবমাননা।!!



যেখানে মায়া মমতা তুচ্ছ অপমানিত সেখানে

আর যাই থাকুক থাকেনা ভালোবাসা,

যেখানে ভালোবাসা নেই সেখানে

অবধারিত যন্ত্রণা আর নিরাশা!



মনকে বুঝাব ও মন আমি ব্যর্থ হয়েছি

যদিও চেষ্টা ছিলো সফলতার,

বুঝার মত আপনজন না পেয়ে

মেনে নিতে হয়েছে হার!!



সংসার হয় দু'পক্ষের সম্মতিক্রমে

যুগে যুগে দেখে এসেছে মানুষ,

এ সংসারে প্রতিনিয়ত খূঁজেছে-

শুধু একজন অন্য জনার দোষ!!



"দোষে গুণেতো মানুষ" সবাই দেখি নিজের গুণ গায়

অশিকার করে দোষ ত্রুটি সহজে,

নির্দোষ প্রমানের লড়াই দেখে

আমার মাথা নিচু হয়ে যায় লাজে!!





বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240400
৩০ জুন ২০১৪ রাত ০৯:১৬
ছিঁচকে চোর লিখেছেন : অসাধারণ কবিতা হয়েছে। পড়ে ভালো লাগলো। এমনই তো হওয়া চাই। Rose

আমি চাইবোনা ভালো তাদের
যারা আমার ভালো চাইনা!
ওদের ভালো চেয়ে বাস্তবতার
মুখে উপহার পেয়েছি যন্ত্রণা!!
৩০ জুন ২০১৪ রাত ০৯:৫১
186515
কথার_খই লিখেছেন : প্রচন্ড হতাশা থেকে লিখেছি
ভাল লাগলো জেনে নিজেকে হালকা লাগতেছে, ধন্যবাদ
240437
০১ জুলাই ২০১৪ রাত ০২:০৫
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০১ জুলাই ২০১৪ রাত ০৩:২০
186542
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
240448
০১ জুলাই ২০১৪ রাত ০৩:৩৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০১ জুলাই ২০১৪ সকাল ০৫:০১
186549
কথার_খই লিখেছেন : Good Luck Good Luckশুভ কামনা
240463
০১ জুলাই ২০১৪ সকাল ০৬:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার লিখেছেন।
০১ জুলাই ২০১৪ সকাল ০৬:৩৬
186553
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
240613
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২০
প্রবাসী মজুমদার লিখেছেন : পড়ে ভাল লাগল। কবিতা হল কল্পনার জগত থেকে তুলে আনা হৃদয়ের অভিব্যক্তির শাণিত শব্দ। আপনি তা্ই করেছেন্। ভাল লেগেছে। ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ রাত ০৮:২০
186803
কথার_খই লিখেছেন : ধন্যবাদ Good Luck
240682
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর কবিতা ,,মনের ভেতরের কথা আমাদের সাথে শেয়ার করায় ধন্যবাদ
০১ জুলাই ২০১৪ রাত ০৮:২১
186804
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File