আযান নিয়ে আমার কিছু কথা .....

লিখেছেন লিখেছেন কথার_খই ২৭ জুন, ২০১৪, ০১:৩৭:১০ রাত

.

.

.

.

.

.

,.......

যখন দেখি আযান শুনে

নেই কারো কাছে তাড়া ,

তখন বুঝি তাদের কে

শয়তান যতনে দিচ্ছে পাহারা



শয়তানের পাহারায় প্রতিনিয়ত

রবে যাদের মন ,

আখেরাতে কোন কাজে আসবে না

তাদের অর্জিত ধন ।

কানে যখন ভেসে আসে

আযানের সু-মধুর সুর ,

যেতে হবে নামাজের দিখে

থাকি যত দূর ।

নামাজ কাজের চেয়ে দামী

কোর'আন - হাদীসের কথা ,

আমরা সময় নষ্ট করি

মূল্যহীন তর্কে অযতা ।

সময় থাকতে বুজতে-

হবে আযানের কি অর্থ ,

সময় হারালে কাদতে-

হবে অনর্বত !

তাই সময় নষ্ট না করে

নামাজের দিখে আসি ,

নামাজ পড়ে মোহাম্মদ ( সাঃ ) পথ-

ধরে আল্লাহ্'কে ভালোবাসি ।

বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239269
২৭ জুন ২০১৪ রাত ০১:৫১
ভিশু লিখেছেন : খুব সুন্দর লিখেছেন!
ভালো লাগ্লো...Happy Good Luck
জাযাকাল্লাহ খাইরান!
Praying Praying Praying
Rose Rose Rose
২৭ জুন ২০১৪ রাত ০১:৫৯
185733
কথার_খই লিখেছেন : ধন্যবাদ ++++
239297
২৭ জুন ২০১৪ সকাল ০৫:১৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File