হিজাব নিয়ে দু" চারটি কথা

লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ জুন, ২০১৪, ১০:০০:১৭ রাত

পথে পথে চলছে

নগ্নতার প্রতিযোগীতা ,

কি ছেড়ে কি বলি

অব্যক্ত মনের কথা ।



কবে এই নগ্ন পথ

হয়ে যাবে বন্ধ ,

কবে মানুষ পাবে

কোর'আন হাদীসের ছন্দ ।

কবে নারী পুরুষ মানবে 'হীজাব'

মহান আল্লাহর আইন ,

কবে করবে মানুষ-

আল্লাহ্'র আইনে সাইন' ।

আল্লাহ্'র আইন যত দিন মানবেনা

তত দিন থাকবে অশান্তি ,

মানুষ কি করে ঠিক করবে

মনুষের চলার নীতি ।

মানুষের যত আইন যত নীতি

যুগে যুগে প্রমানিত ভুলে ভরা ,

এসো সবাই দেবোই দেবো 

আল্লাহ্'র আইনকে পাহারা ।

যিনি সৃষ্টিকর্তা তানিই কেবল-

আইন ও বিধান দাতা ,

কেন আমরা মানবো-

সত্য বিমুখ মানুষের কথা ।

যত দিন বাঁচি সত্যকে মানবো-

বলব সত্যের কথা ,

পণ করেছি এটাই আসুক যত ঝড়

আসুক যত দূঃখ ব্যথা ।

>>>>>>>>>>>>>>>

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235594
১৬ জুন ২০১৪ রাত ১০:১৪
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : মানুষকে অবস্যই আল কোরআনের পথ বেছে নিতে হবে । তবেই আবার পৃথিবির সান্তি পিরে আসবে । জাজাকাল্লাহুল খাইর.।
১৭ জুন ২০১৪ রাত ১২:২৩
182153
কথার_খই লিখেছেন : Good Luck
235596
১৬ জুন ২০১৪ রাত ১০:১৭
সাইফুল সোহেল লিখেছেন : মানুষ যাই কিছু করুক একমাত্র আল্লাহ ইবাদত করতে হবে। তাই কেউ আগে বা কেউ পরে ইসলামের রাস্তা আসতে হবে।
১৭ জুন ২০১৪ রাত ১২:২৪
182154
কথার_খই লিখেছেন : Good Luck
235605
১৬ জুন ২০১৪ রাত ১১:০৪
সন্ধাতারা লিখেছেন : Janakallah khairan. Very important post.
১৭ জুন ২০১৪ রাত ১২:২৪
182155
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
235758
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
egypt12 লিখেছেন : আপনার সাথে একমত Rose
২০ জুন ২০১৪ রাত ০১:২০
183204
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
236275
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
২০ জুন ২০১৪ রাত ০১:২০
183205
কথার_খই লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File