তাকে নিজের বলে গ্রহণ করছি নিজেকে তার উপর সপে দিয়েছি
লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ জুন, ২০১৪, ০১:০৫:৫৫ দুপুর
যাকে ভালোবাসি যাকে নিয়ে প্রতিদিন সুখ স্বপ্ন দেখি সে আমাকে বিশ্বাস করেনা!!
অবিশ্বাসের সেই যন্ত্রনায় নিজে অন্ধকারাচ্ছন্ন মন নিয়ে অঝোরে কেঁদেছি, তবুও মন থেকে সে সরে যায়নি, ভালবাসা ভরা মনে তাকে লালন করেছি,
জানিনা কখনো বিশ্বাস অর্জন করতে পারব কিনা, যদি পারি নিজেকে সুখী মানুষ হিসেবে খূঁজে পাব নিজে!!
যদি তার বিশ্বাস অর্জন করতে না পারি দুঃখের জ্বলন্ত আগুন বুকে ধারণ করে জীবনের অংশ গুলো দুঃখে দুঃখে পাড়ি দিত হবে!!
হয়তো লেখাটি পড়ে অনেকে প্রশ্ন তুলবেন পৃথিবীতে এক জন মানুষের বিশ্বাস করা না করা নিয়ে এত দুঃখ বা যন্ত্রনার কি আছে?
আমি বলি দুঃখ যন্ত্রনার অনেক কারণ আছে......
তাকে নিজের বলে গ্রহণ করছি নিজেকে তার উপর সপে দিয়েছি
তাকে গ্রহণ করার পর থেমে থাকেনি মন,
মন শুধু তাকে লালন করেছে স্বযতনে নি:স্পাপ স্বপ্নের অন্তত মোহনায় প্রতিনিয়ত, স্বপ্নের সেই মোহ শুধু স্বপ্ন নয় একটি জীবনের অপূর্ণাঙ্গ বাস্তবতা।।
নিজেকে যেদিন তার উপর সপে দিয়েছি, সেদিন থেকে নিজেকে নিজের বলে ভাবিনি, ভালবাসার অধিকারভুক্ত করে সুখ দেব সুখ নেব ভেবেছি!
বিঃদ্রঃ- প্রিয় পাঠক লেখাটি যদি কারও জীবনের সাথে মিলে যায়, মনে কষ্ট পান, অনুগ্রহ করে ক্ষমা করবেন, মন বিষন কষ্ট হচ্ছিল তাই শেয়ার করলাম!!
বিষয়: বিবিধ
১৫৫৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন সমস্যা ?
কিনা, আসলে ভালবাসা একতরফা মজা পওয়া যায়না!
''নিজেকে যেদিন তার উপর সপে দিয়েছি, সেদিন থেকে নিজেকে নিজের বলে ভাবিনি, ভালবাসার অধিকারভুক্ত করে সুখ দেব সুখ নেব ভেবেছি!''
০ এটা এক ধরনের খেলা । এ খেলার ধরন হল - কাউকে কিছু না দিয়ে তার কাছ থেকে ১৬ আনার উপর ৩২ আনা উসুল করা ।
বোঝাই যাচ্ছে এই খেলায় আপনি বোকার মত আগেই দেওয়া শুরু করেছেন ফলে যন্ত্রনায় ( বিশ্বাস করে বিশ্বাস অর্জনের ব্যর্থতায়) ভুগছেন । তার উপর নিজেকে সপে দিয়ে চরম বোকামীর কাজটা করেছেন মার্সেলোর মত ।
নেইমার-অস্কার (আত্মসন্মান) না থাকলে পরাজয় নিশ্চিত ।
বিঃদ্রঃ- প্রিয় পাঠক লেখাটি যদি কারও জীবনের সাথে মিলে যায়, মনে কষ্ট পান, অনুগ্রহ করে ক্ষমা করবেন, মন বিষন কষ্ট হচ্ছিল তাই শেয়ার করলাম!! কি ক্ষমা করলেন????
মন্তব্য করতে লগইন করুন