মনে প্রশ্ন থেকে যায় আমার পরিবার আমার দুঃখ, যন্ত্রনা, হাহাকার কি কখনো বুঝতে চেষ্টা করে?
লিখেছেন লিখেছেন কথার_খই ০৮ জুন, ২০১৪, ১২:৩৩:১৯ দুপুর
প্রবাস জীবন এক কষ্ট যন্ত্রনা হাহাকার বিলাস..... যা প্রবাসী মাত্রই বুঝতে স্বক্ষম, প্রবাস জীবনে কষ্টের ভেতরে সুখের জ্যান্ত আভা কাজ করে!!
প্রতিদিন আমরা কাজে যায় কাজ শেষে বাসায় ফিরি.....
শত কষ্ট বুকে ছাপা দিই যখন জানতে পারি মা বাবা ভাই বোন তথা "পরিবার" আমার পাঠানো সমান্য টাকায় সুখে আছে।
নিজের ভেতর সুখ অনুভব করি
মন উটে আনন্দে হেসে,
পরিবারের শত স্নেহ আদর
সৃতির পাতায় ভাসে!!
মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা
করি সুখী কর মোর পরিবার।
আমি অসুখী হলেও নহে
এ অধমের মন আঁধার!!
আমার চাওয়া শুধু শান্তি
পরিবার তথা সমাজে,
শান্তি এলে বুঝব আমি আমার কষ্ট যন্ত্রনা হাহাকার এসেছে কাজে!!
বিষয়: বিবিধ
২২৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এই পরিবার তাদের জমি জমা বিক্রি করে বা বন্ধক রেখে , অনেক ধার কর্জ করে আপনাদেরকে বিদেশে পাঠায় । তারা চায় আপনি প্রতিষ্ঠিত হোন ফলে আপনার সাথে সাথে উনাদের দিনও যাতে ফিরে আসে ।
সেই শিশুকাল থেকে লালন পালন করা থেকে আপনাকে বিদেশে পাঠানোর বন্দোবস্ত - সব কিছুই করেছে আপনার পরিবার । আপনার একটা গতির জন্য তারা নিজেদের সারা জীবনের সন্চয় ত্যাগ করেছে ।
পরিবার যখন আপনার জন্য এসব করে তখন আপনারা পরিবারের দুঃখ, যন্ত্রনা, হাহাকার কি বুঝতে চেষ্টা করেন?
ছোট ছোট ভাই বোনদের কতটা অনিশ্চিত অবস্থায় রেখে পরিবার আপনাকেই বেশী গুরুত্ব দিয়েছে সেটা কি কখনও চিন্তাতে এনেছেন ?
যে খাটুনীটা বিদেশে দিচ্ছেন কখনও কি একটুও চিন্তা করেছেন যে দেশে এর অর্ধেক করলেও ভালই বেচে বর্তে চলতে পারতেন?
তবু দুটি কথা.....আপনার যুক্তির উত্তর পোস্টেই দেয়া আছে!!
আপনি শুধু লিখলেন শিরোনাম নিয়ে,
মন্তব্য করতে লগইন করুন