শান্তি চাইলে সত্যের কাছে আসতে হবে
লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ মে, ২০১৪, ১১:৩৮:০৭ রাত
শান্তি চাইলে . . .
আস্সালামু আলাইকুম
শিান্তি বর্ষিত হোক আপনার প্রতি,
মোহান আল্লাহর কাছে
এটাই আমার আর্তি।
সালামের গুরত্থ দিতে হবে
সালাম দিয়ে ''কথা'' করতে হবে শুরু,
সালামের জন্য নেই ছোট-
বড় নেই স্পেশাল গুরু।
সালাম যিনি আগে দিবেন
তিনি অহংকার মুক্ত,
সুযোগ থাকতে কেন আমরা
থাকব অহংকারের সথে যুক্ত?
আসুন সালামের সাথে যুক্ত হয়ে
নিজেকে অহংকার মুক্ত রাখি,
অহংকার মুক্ত সমজ গড়ার-
প্রত্যাশায় মনে ছবি আঁকি ।
একে একে সবাই যখন-
অহংকার মুক্ত হবে,
আমাদের এ সুন্দর পৃথিবী
শান্তির পশরায় সাজবে।
পৃথিবীতে এখন অহংকার'ই
সবচেয়ে বড় সমস্যা,
কে কত বড় দেখাতে শুনাই
সত্য ছেড়ে মিত্যা কিস্সা!
মিত্যা দিয়ে শান্তি আসেনি-আসবেনা
যুগে যুগে তা প্রমানিত,
শান্তি চাইলে মানুষকে
হতে হবে সত্যের কাছে নত।
সত্য কি জানতে চাও?
সত্য হল আল-কোর'আন,
সালামের মাধ্যমে জানাচ্ছি
সবাইকে কোরআন পড়ার আহবান।
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন