চাটগাঁইয়া হাতায় ভালবাছার হবিতা... অনুবাদ সহ

লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ মে, ২০১৪, ০১:২৭:৪৭ দুপুর

১ তোয়্যারে হত ভালবাছি থূইতো

নবুজিলা হনদিন,

তোয়্যার ভালবাছারলাই তিয়্যায়তায় রাইত দিন।

১ তোমাকে কত ভালোবাসি

তুমিতো বুজলেনা কোন দিন,

তোমার ভালবাসার জন্য

দাড়িয়ে থাকি রাত দিন!

২ তোয়্যার ভালবাছা পায়বাল্লাই

য়্যাই হত বেইজ্জতি ঐ!

তোয়্যার ভালবাছাল্লাই আর

হতদিন এরহম রই?

২ তোমার ভালবাসা পাওয়ার জন্য

আমি কত অপমানিত হই!

তোমার ভালবাসার জন্য আর

কত দিন এ ভাবে রই?

৩ ভালবাছিবুলি কি এরহম

দেয়্যাত তাহিবা হষ্ট ত্যুই আরে?

তোয়্যারে ছারা ণবাফি

আপন বানাইয়ম হনক্যায়ারে।

৩ ভালবাসি বলে কি এভাবে

দিতে থাকবে কষ্ট তুমি আমারে?

তোমাকে ছাড়া ভাবিনি

আপন বানাবো অন্য কাউরে।

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222977
১৮ মে ২০১৪ দুপুর ০২:০৪
প্রেসিডেন্ট লিখেছেন : ভাই এইডা কি দিলেন?

পড়তে গিয়ে আমার দাঁত কপাটি লাগছে, মাথা ঘুরায়, চউক্ষে আন্ধার দেখি। Give Up Hot Hot Cook Cook Cheer Cheer Big Grin Big Grin Big Grin Big Grin
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১২
170454
কথার_খই লিখেছেন : ডাঃ কাছে যাবেন নাকি
222982
১৮ মে ২০১৪ দুপুর ০২:১৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১০
170452
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১০
170453
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
223034
১৮ মে ২০১৪ দুপুর ০৩:৫০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : চাটগাঁয়া ভাষার বানান আরো শুদ্ধ করতে হবে ।
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
170449
কথার_খই লিখেছেন : বানান ভুল হতেই পারে!
ভুলটা কোথায় জানালে উপকৃত হতাম।
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
170463
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : চাটগাঁইয়া ভাষা আমিও সঠিকভাবে বানান করতে পারিনা তবে আপনার বানানে হুবহু চাটগাঁগাইয়া কথার মত হচ্ছিলনা বলেই বললাম ।Happy
223042
১৮ মে ২০১৪ বিকাল ০৪:০৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দারুণ লাগলো পড়ে। নতুন কিছু ভাষা শিখলাম তবে আমার মুখে উচ্চারিত হচ্ছে না। Sad Crying
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১২
170455
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
223093
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : চাটগাঁয়া ভাষার বানান আরো শুদ্ধ করতে হবে ।
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
170450
কথার_খই লিখেছেন : বানান ভুল হতেই পারে!
ভুলটা কোথায় জানালে উপকৃত হতাম।
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
170479
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রথমটি এমন হলেই ভালো হত। যেমন-
তোঁয়ারে হত ভালবাসি
তোঁইতো নবুজিলা হনদিন
তোঁয়ার ভালবাসাললাই
তিয়েঁয় তাইকতাম লাইত দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File