ভরক্লান্ত মনে নিয়ে ফিরে এলাম!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ০২ জানুয়ারি, ২০১৪, ০২:২২:২৭ দুপুর
ভাবছিলাম বিয়ে করব, যেমন ভাবনা ঠিক তেমন কাজ!
শুরু করলাম মেয়ে দেখা:
প্রথম দেখলাম চাচাতো ভাইয়ের দেখিয়ে দেয়া একটি মেয়ে। দেখতে গেলাম মনে কৌতূহল নিয়ে.... আর অভূতপূর্ব এক অবাস্তব স্বপ্নের আনন্দ বেদনা মিশ্রিত মন নিয়ে।
বিকেল তখন ৪টা বেজে ১০ মিনিট মেয়ের বাড়িতে গেলাম, আমি, মামাতো ভাই, চাচাতো ভাই সহ!
গিয়ে বসার পর আনা শুরু করল হরেক রখম নাস্তা।
কিছু নাস্তা খেলাম কিছু দেখলাম।
নাস্তার পালা শেষ করতে করতে সূর্য্য মামার বিদায়,
যদিও ইচ্ছা ছিলো সূর্য্য মামা জেগে থাকা অবস্তায় মেয়ে দেখে চলে আসব! কিন্তু তা সম্বব হয়নি।
যাই হোক , অপেক্ষায় যেনো অস্তির হয়ে যাচ্ছি কাংক্ষিত লক্য যেন অন্ধকারে আচ্ছন্ন !
সময় ঘনিয়ে সন্ধা নেমে এলো! হটাৎ বিদূৎ চলে গেল মনে হতে লাগল যেন দুনিয়ার সমস্ত অন্ধকার আমার চোখে।
অবশষে অপেক্ষার পালা শেষ:
সামনে আনা হলো মেয়েটিকে সাথে এলো মেয়েটির ভাবি। সালাম দিলো তারা; আমরা সালামের উত্তর দিলাম। সামনা সামনি বসানো হলো মেয়েটির মুখে অহেতুক কিছু অপ্রয়োজনীয় হাসির মহড়া।
দেখে মনে হলো যেনো মেয়েটির মন চিন্তা ভাবনহীন।
যা আমার একেবারে অপ্রত্যাশিত। আরো কয়েকটি কারণে মেয়েটিকে পছন্দ হলোনা। ভরক্লান্ত মনে নিয়ে ফিরে এলাম!!!
বিষয়: বিয়ের গল্প
২৪১৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার জন্য কিছুই না??
তাই ভালো মেয়েটি আমার হলোনা!!
হাসি নকল, নাকি আসল তার কি কোন মাপকাঠি আছে? আর থাকলেই বা? হাসিতো হাসিই - নকল হোক আর আসল।
দেখে মনে হলো যেনো মেয়েটির মন চিন্তা ভাবনহীন।'
০ কারণ সে চিন্তাভাবনাহীন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছে ।
যেখানে তার কোন দায়িত্ব পালন করার তেমন কিছুই থাকবে না (অপশনাল) , থাকবে শুধুই চাওয়া ও তার সাথে পাবার অপূর্ব সামন্জস্য ।
তাই এস্তেখারা করে ডিসিশন নেয়া উত্তম।
হাসি খুশি মেয়েটাকে আপনি ভালো লাগেনাই এই নিন হাতুড়ি
বিয়ের দাওয়াত খেতে চাই।
বিয়ে হয়ে গেছে প্রায় দু'মাস হতে চলল।
আপনার জন্য আমার বাড়িতে দাওয়াত রহিল।
মন্তব্য করতে লগইন করুন