ভরক্লান্ত মনে নিয়ে ফিরে এলাম!!!

লিখেছেন লিখেছেন কথার_খই ০২ জানুয়ারি, ২০১৪, ০২:২২:২৭ দুপুর

ভাবছিলাম বিয়ে করব, যেমন ভাবনা ঠিক তেমন কাজ!



শুরু করলাম মেয়ে দেখা:

প্রথম দেখলাম চাচাতো ভাইয়ের দেখিয়ে দেয়া একটি মেয়ে। দেখতে গেলাম মনে কৌতূহল নিয়ে.... আর অভূতপূর্ব এক অবাস্তব স্বপ্নের আনন্দ বেদনা মিশ্রিত মন নিয়ে।

বিকেল তখন ৪টা বেজে ১০ মিনিট মেয়ের বাড়িতে গেলাম, আমি, মামাতো ভাই, চাচাতো ভাই সহ!

গিয়ে বসার পর আনা শুরু করল হরেক রখম নাস্তা।

কিছু নাস্তা খেলাম কিছু দেখলাম।

নাস্তার পালা শেষ করতে করতে সূর্য্য মামার বিদায়,

যদিও ইচ্ছা ছিলো সূর্য্য মামা জেগে থাকা অবস্তায় মেয়ে দেখে চলে আসব! কিন্তু তা সম্বব হয়নি।

যাই হোক , অপেক্ষায় যেনো অস্তির হয়ে যাচ্ছি কাংক্ষিত লক্য যেন অন্ধকারে আচ্ছন্ন !

সময় ঘনিয়ে সন্ধা নেমে এলো! হটাৎ বিদূৎ চলে গেল মনে হতে লাগল যেন দুনিয়ার সমস্ত অন্ধকার আমার চোখে।

অবশষে অপেক্ষার পালা শেষ:

সামনে আনা হলো মেয়েটিকে সাথে এলো মেয়েটির ভাবি। সালাম দিলো তারা; আমরা সালামের উত্তর দিলাম। সামনা সামনি বসানো হলো মেয়েটির মুখে অহেতুক কিছু অপ্রয়োজনীয় হাসির মহড়া।

দেখে মনে হলো যেনো মেয়েটির মন চিন্তা ভাবনহীন।

যা আমার একেবারে অপ্রত্যাশিত। আরো কয়েকটি কারণে মেয়েটিকে পছন্দ হলোনা। ভরক্লান্ত মনে নিয়ে ফিরে এলাম!!!

বিষয়: বিয়ের গল্প

২৪২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158313
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
হতভাগা লিখেছেন : বাচসেন
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৫
113245
কথার_খই লিখেছেন : <:-P
158324
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
জেদ্দাবাসী লিখেছেন : আফসোস মেয়েটির জন্য।

০৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৬
113246
কথার_খই লিখেছেন : আফসোস মেয়েটির জন্য
আমার জন্য কিছুই না??
158344
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩০
তিতুমীর সাফকাত লিখেছেন : কি কন মিয়া কত ভালো মেয়ে আর আপনার পছন্দ হইলো না ।
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৮
113247
কথার_খই লিখেছেন : মেয়েটি ভালো হয়তো আমি তেমন ভালনা
তাই ভালো মেয়েটি আমার হলোনা!!Rolling on the Floor Rolling on the Floor
158354
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৬
শফিউর রহমান লিখেছেন : সবাই চায় হাসি দেখতে প্রতিটা মুখে। আর আপনি কি মুখে হাসি দেখে পাত্রিকে অপছন্দ করলেন?
হাসি নকল, নাকি আসল তার কি কোন মাপকাঠি আছে? আর থাকলেই বা? হাসিতো হাসিই - নকল হোক আর আসল।
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:১২
113248
কথার_খই লিখেছেন : হাসি দেখতে চাই আমিও, আমি যেমন হাসি দেখতে চাই তমন হাসি মেয়েটি হাসতে পারেনি, তাই মেয়েটি আমার <:-P <:-P হতে পারেনি।।
158571
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৬
হতভাগা লিখেছেন : 'সামনা সামনি বসানো হলো মেয়েটির মুখে অহেতুক কিছু অপ্রয়োজনীয় হাসির মহড়া।

দেখে মনে হলো যেনো মেয়েটির মন চিন্তা ভাবনহীন।'


০ কারণ সে চিন্তাভাবনাহীন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছে ।

যেখানে তার কোন দায়িত্ব পালন করার তেমন কিছুই থাকবে না (অপশনাল) , থাকবে শুধুই চাওয়া ও তার সাথে পাবার অপূর্ব সামন্জস্য ।
০৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
113378
কথার_খই লিখেছেন : সহমত
158578
০৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১৭
আওণ রাহ'বার লিখেছেন : রেডিমেড সবকিছু চাইলে পাবেননা।
তাই এস্তেখারা করে ডিসিশন নেয়া উত্তম।Thumbs Up Thumbs Up
হাসি খুশি মেয়েটাকে আপনি ভালো লাগেনাই এই নিন হাতুড়ি Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
বিয়ের দাওয়াত খেতে চাই।
০৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
113382
কথার_খই লিখেছেন : হাতুড়ির জন্য ধন্যবাদ । দূঃখিত বিয়ের দাওয়াত খাওয়াতে পারবনা!!!
বিয়ে হয়ে গেছে প্রায় দু'মাস হতে চলল।
Good Luck Good Luck আপনার জন্য আমার বাড়িতে দাওয়াত রহিল।
172734
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : এই অবস্হা।
176110
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪২
182581
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আহারে বড়ই দুঃখজনক!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File