সাকিবের নিকট খোলা চিঠি......
লিখেছেন লিখেছেন কথার_খই ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০৩:১০ রাত
প্রিয় সাকিব,
আমি ও আমরা তোমাকে অনেক অনেক ভালবাসি। কারণ তুমি অনেক ভাল খেল এবং দেশের সুনাম বাহিরে উজ্জ্বল করেছ বলে। আমরা চরম ইন্ডিয়া বিদ্ধেষী হয়েও ফেলানির কথা ভুলেগিয়ে আইপিএল, কারণ তুমি সেখানে খেল বলে, আমরা রাত জেগে ইংল্যান্ডের কাউন্টি, ওয়েস্ট ইন্ডিসের টি-২০ লীগগুলোও দেখি, শুধু মাত্র তুমি সেখানে খেল বলে। সত্যি বলেছি আমরা তোমাকে অনেক ভালবাসি, তোমাকে নিয়ে গর্বও করি। তাই তোমাকে মাথার উপর তুলে রাখি। তুমি কি জানো? তোমাকে এশিয়ার শ্রেষ্ট খেলোয়াড় প্রমান করতে ইন্ডিয়ার কত ফ্রেন্ডের সাথে অযাথা তর্ক করেছি!! তোমার প্রতি আতিরিক্ত আভেগের বশবর্তী হয়ে তোমাকে সচিন টেন্ডুলাকার থেকেও শ্রেষ্ঠ বলে দাবি করেছি।।
কিন্তু তোমার এই জনপ্রিয়তা, আমাদের এই ভালবাসাকে যদি তুমি পুজি করে কোন খুনি, লম্পট, দুর্নীতিবাজের, ইসলাম বিদ্ধেষী, ইসলাম ও দ্বীন শিক্ষার বিরোধীদের পুনঃর ক্ষমতায়নের কাজে ব্যবহার কর, তাহলে মনে রেখ আমরা ১৮০ ডিগ্রী ঘুরে যেতে এক মিনিটও সময় নিব না। আমরা যেমন ভালবাসে মাথায় তুলতে জানি, তেমনি ঘৃণাভরে ফেলেদিতেও জানি। যদি তুমি সত্যি তাদের সমর্থক হও তাহলে মনে রেখ, আজ থেকে আমরা তোমাকে গনহত্যাকারী, খুনি, লম্পট, দুর্নীতিবাজদের দোষর মনে করব। এবং আরো মনে করব তুমি ইসলাম ও মুসলিম বিদ্ধেষি, আলেম ওলামা, কুরআনের হাফেজ হত্যাকারীদের উৎসাহ দান কারি।। এটা ক্ষমার অযোগ্য পাপ!!
কিন্তু না, তুমি তা অস্বীকার করেছ, আজ তোমার টুইটারের এক বার্তায়। তুমি সেখানে বলেছ, বোর্ড-এর সভাপতির অনুরোধে তুমি সেখানে গিয়েছিলে।
বিশ্বাস কর, তোমার এই কথা আমি একদম বিশ্বাস কিরিনি। আমার সাফ কথা বোর্ড কেন তোমাকে সেখানে যেতে বলবে? তুমি কি বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধি? অধিনায়ক? অথবা সহ-অধিনায়ক? কিছুই তো নয়। বোর্ড অনুরোধ করলে তো অধিনায়ক বা সহ-অধীনায়কে অনুরোধ করবে। তোমাকে তো নয়??!!
তাহলে তুমি কেন গেলে??
মনে রেখ, তুমি অনেক তরুণ ছেলের আদর্শ, তাদের রোল মডেল। প্লীজ তাদের মিসগাইড করিও না। আমি তোমার মঙ্গল কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি এই বলে যে তুমি যেন তোমার ভুল বুঝতে পার; বাংলাদেশের সুনাম বিশ্ব দরবারে আরও চড়িয়ে দিতে পার।
ইতি
তোমার পাগলা ফ্যান
Click this link
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন