দেশের বিমান বন্দরে করণীয় জেনে নিন
লিখেছেন লিখেছেন কথার_খই ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০৪:৩৮ রাত
দেশের বিমান বন্দরে করণীয় জেনে নিন
কর্মজীবি হিসেবে বিদেশ গমনের ক্ষেত্রে দেশের বিমান বন্দরের বেশ কিছু জরুরি আনুষ্ঠানিকতা রয়েছে, যা আপনাকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। বিমান বন্দরের আনুষ্ঠানিকতাগুলো সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হল;
আপনার পাসপোর্ট, ভিসা, টিকেট এবং স্মার্ট কার্ডসহ বিমান উড্ডয়নের বা ফ্লাইটের সময়ের অন্তত তিন ঘণ্টা আগে বিমান বন্দরে এসে পৌঁছবেন।
বিমান বন্দরে ঢুকে আপনার লাগেজ স্ক্যানিং ও সিকিউরিটি চেকিং করে নিন।
বিএমইটি’র প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে সেবাকর্মীর সহায়তা নিয়ে কোন এয়ালাইন্সের কাউন্টারে গিয়ে চেক-ইন সম্পন্ন করতে হবে তা জেনে নিন।
এয়ারলাইন্স কাউন্টারে আপনার বোর্ডিং কার্ড বা পাস সংগ্রহ করুন এবং কাউন্টার থেকে আপনার চেক-ইন ব্যাগে এয়ারলাইন্সের স্টিকার সংযুক্ত হলে তা কাউন্টার সংলগ্ন কনভেয়ার বেল্টে (এ বেল্টের মাধ্যমে মালামাল প্লেনে ওঠানো হয়) তুলে দিন।
বিএমইটি’র প্রবাসী কল্যাণ ডেস্কের কম্পিউটার সুথে স্মার্ট কার্ড পরীক্ষা করুন।
এরপর ইমিগ্রেশন সম্পন্ন করুন।
এবং সবশেষে বোর্ডিং সম্পন্ন করে বিমানে আরোহণ করুন
Click this link
বিষয়: বিবিধ
১৮৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন