''তথাকথিত'' আল্লাহ...?? মিলন মেলা পোষ্ট {১৫} বিষয় : আমার বাংলাদেশ' ব্লগার প্যারিস থেকে আমি'র লেখাটি পড়েই পোষ্টটি দিলাম
লিখেছেন লিখেছেন কথার_খই ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩২:১২ রাত
বাংলাদেশের সকল মুসলিমদের কাছে প্রশ্নঃ
আমরা কি আদৌ মুসলিম আছি?
প্রশ্নটা আসছে বার বার মনে গুরে ফিরে!
কারনঃ বলা হচ্ছে ১৪ দলীয়জোট থেকে.....
বি.এন.পি জামায়েতে ইসলাম হেফাজতে ইসলাম থেকে দূরে থাকুন!!!
ঠিক আছে দূরে থাকলাম!! তর পর যাবো কার কাছে?
আওয়ামী লীগ বা ১৪ দলের কাছে??
আমি মুসলিম হিসাবে আওয়ামী লীগ বা ১৪ দলের পতকা তলে কি যেতে পারি?
আওয়ামী লীগ বা ১৪ দল ইসলাম ধর্ম না মানুক তাতে আমার কোন ক্ষতি নেই।
ইসলাম ধর্মকে কটাক্ষ করার অধিকার কি তাদের আছে?
দায়ীত্বরত মন্ত্রী বলেছে অবলিলায় তথাকথিত আল্লাহর আইন দিয়ে শান্তি আসবে না!!
প্রশ্নঃ হচ্ছে মহান আল্লাহ কি তথাকথিত???
মনকে হাজার বার প্রশ্ন করে নিজের ভতরে নিজে কেঁদেছি,
''তথাকথিত'' শব্দটা মেনে নিতে পারিনি।।
আমি মানি আল্লাহ সমস্ত সৃষ্টির মালিখ,
এক মাত্র আল্লাহ'ই হকুম দাতা বিধান দাতা, আল্লাহকে বলা হয়েছে তথাকথিত!!
১৪ দলীয় নেতাদের মুখে এ কথা গুলো শুনে
কি করে আমি মুসলিম হিসাবে ১৪ দলের পতকা তলে যাবো?
হ্যা যদিও ধরে নেয়া যায় ঐসব রাজনৈতিক বক্তব্য.....
যদি ধরে ও নিই রাজনৈতিক বক্তব্য তা হলে তা
হতে পারত তা বি.এন.পি বা জামায়াতকে উদ্দশ্য করে,
কিন্তু অহরহ বলা হচ্ছে
বি.এন.পি বা জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলাম থেকে দূরে থাকুন!!
স্বভাবিক ভাবে প্রশ্ন দাড়ায় বি.এন.পি বা জামায়াত রাজনৈতিক
প্রতিপক্ষ ছাড়াও তাদের আর একটি প্রতিপক্ষ দাড়ালো
তা হলো (ইসলাম ধর্ম)
ইসলাম ধর্ম বলছি এ কারনে যে
যারা ইসলাম ধর্মের মূলনীতি গুলো অনুসরণ করে তাদের কাছ থেকে
দূরে থাকতে বলার অর্থ দাড়ায় ইসলাম ধর্ম থেকে দূরে থাকতে বলা।
আমি কি পারি নিজেকে মুসলিম দাবী করে
ইসলামের মূলনীতি থেকে দূরে সরে যেতে???
যদি দূরে সরে যায়! আমি কি মুসলিম থাকবো??
কোরআন ও সহী হাদীস থেকে জানতে পারি
ইসলামের মূলনীতি থেকে সরে গেলে সে মুসলিম থাকেনা।
আর নামে মুসলিম হলেতো জীবনের উদ্দেশ্য পূরণ হবেনা।
মানুষের জীবন সৃষ্টি করা হয়েছে শুধু মাত্র পরিক্ষার জন্য।
জনে শুনে রাজনৈতিক কারনে জীবনের পরিক্ষায় পেল করবো?
না... না.... না....... তা হতে পারেনা তা হতে পারেনা।
[[[[এ সরকারের আমলে দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলাম বিরোধীতার]]]]
হেফাজতে ইসলাম ১টি অরাজনৈতিক ইসলামী সঙ্গঠন,
শাপলা চত্বরে
গণহত্যা চালিয়ে প্রমান করেছে ১৪ দলীয়জোট ইসলাম বিরোধী
ইসলাম বিরোধীদের পতকা তলে যাওয়ার অর্থ নিজেকে ইসলাম বিরোধীতায়
সামিল করা। যা আমার কখনো কাম্য নয়।। কখনো সম্ভব নয়।
বিঃদ্রঃ- লেখাটি যদি কোন অন্ধ ভাবে ১৪ দল সমর্থন কারি
পড়ে মনে দূঃখ পান তবে আমাকে নিরশর্তে ক্ষমা করবেন।।
বিষয়: বিবিধ
২৪৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন