ধর্মনিরাপক্ষতার স্রোতে ডুবে নাস্তিকদের মায়াবি ছায়ায় থেকে রাজনৈতিক ''অভিনয়'' হাসিনা!! শাহাবাগী রাজীব ওরফে (থাবা_বাবা) দের লালন করে চলছেন নিরাপত্তার চদরে ড়েকে.... ধর্ম... ইসলাম প্রেম

লিখেছেন লিখেছেন কথার_খই ৩০ আগস্ট, ২০১৩, ০১:৪২:২১ রাত

হাঃছিঃনার ইসলাম প্রেম দেখে খুশির ঢেউ যত আসছে তত আতঙ্কিত হচ্ছি প্রধানমন্ত্রীর মুখে মিথ্য কথার খই ফুটতে দেখে।

ধর্মনিরাপক্ষতার স্রোতে ডুবে নাস্তিকদের মায়াবি ছায়ায় থেকে রাজনৈতিক ''অভিনয়'' শাহাবাগী রাজীব ওরফে (থাবা_বাবা) দের লালন করে চলছেন নিরাপত্তার চদরে ড়েকে.....



তিনি আবার বললেন ''ক্ষমতার মালিক আল্লাহ''

তাহলে প্রশ্ন আসে জামায়াতের নিবন্ধ বাতিল করা হয়েছে গটনতন্ত্রে সব কিছু মালিখ আল্লাহ লিখা আছে তাই!!

প্রশ্ন দাড়ায় ''ক্ষমতার মালিক আল্লাহ'' হাঃছিঃনার মুখের কথা বিশ্বাস করবেন নাকি । নাকি তার কাজ বিশ্বাস করবেন?

ভিড়াটা দেখুন যদি মনে প্রশ্ন আসে...Click this link

আর শাপলা চত্বরের গণহত্যা আপনাদের মনে আছে'ই....



ফটিকছড়ির জনসভায় প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে যা বলেছেন



স্বাধীনতার পর জাতির পিতা মদ-জুয়া নিষেধ করেছেন। বিশ্ব এজতেমার জায়গা ও কাকরাইল মসজিদের জায়াগা দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছে। ইসলামের জন্য তিনি ও আওয়ামী লীগই কাজ করেছে। অথচ এই আওয়ামী লীগের নামে তারা অপপ্রচার চালায়।’

তিনি বলেন, ‘লাকুম দিনুকুম ওয়াল ইয়াদিন—কোরআন শরিফেই আছে। যার যার ধর্ম সে সে পালন করবে। অথচ এরা ইসলামের নাম ভাঙিয়ে চলবে, মানুষ খুন করবে। পুলিশ খুন, বিজিবির সদস্য খুন করবে। বাসে আগুন দেবে, মসজিদে আগুন দেবে। তারা কেমন মুসলমান, সেটা আমার বুঝে আসে না।’

আমি জানি, ক্ষমতার মালিক আল্লাহ। তিনি কাউকে সম্মান না দিলে কেউ সম্মান পাবে না। আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য।

স্বাধীনতার পর জাতির পিতা মদ-জুয়া নিষেধ করেছেন। বিশ্ব এজতেমার জায়গা ও কাকরাইল মসজিদের জায়াগা দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছে। ইসলামের জন্য তিনি ও আওয়ামী লীগই কাজ করেছে। অথচ এই আওয়ামী লীগের নামে তারা অপপ্রচার চালায়।’

তিনি বলেন, ‘লাকুম দিনুকুম ওয়াল ইয়াদিন—কোরআন শরিফেই আছে। যার যার ধর্ম সে সে পালন করবে। অথচ এরা ইসলামের নাম ভাঙিয়ে চলবে, মানুষ খুন করবে। পুলিশ খুন, বিজিবির সদস্য খুন করবে। বাসে আগুন দেবে, মসজিদে আগুন দেবে। তারা কেমন মুসলমান, সেটা আমার বুঝে আসে না।’

আমি জানি, ক্ষমতার মালিক আল্লাহ। তিনি কাউকে সম্মান না দিলে কেউ সম্মান পাবে না। আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য।

)))))))))))))))))))))))))))))))))))))))))))))) আপনি কি ভাবছেন((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

বিষয়: বিবিধ

২১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File