আওয়ামী লীগের জন্য সমগ্র পৃথিবীটা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নিচের ঘটনাগুলো খেয়াল করুন।

লিখেছেন লিখেছেন কথার_খই ২৮ আগস্ট, ২০১৩, ০৪:৪৩:২৯ বিকাল

আওয়ামী লীগের জন্য সমগ্র পৃথিবীটা ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নিচের ঘটনাগুলো খেয়াল করুন।

১। জাতিসংঘ মহাসচিব দুই নেত্রীকে ফোন দিয়ে বলেছেন তিনি সব দলের অংশ গ্রহণমূলক নির্বাচন দেখতে চান।

ফলাফল: মোঃ নাসিম বলেছেন আপনারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হয়ে মিশর যান।

২। ড. ইউনুস বলেছেন তত্বাবধায়ক ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না।

ফলাফল: লতিফ সিদ্দিকী বলেছেন, ইউনুস রাষ্ট্রদ্রোহী। আমি প্রধানমন্ত্রী হলে ইউনুসকে কারাগারে থাকতে হতো। কামরুল বলেছেন, ইউনুসের চাইতে জামায়াত-শিবির ভালো।

৩। ফটিকছড়িতে জনসভা করতে গেছেন প্রধানমন্ত্রী।

ফলাফল: তিন হাজার পুলিশ, আরো এক হাজার অন্যান্য বাহিনীর সদস্য দিন রাত পাহারা দিয়েছে ফটিকছড়ি। হেলিকপ্টারে পৌঁছে এক ঘন্টার মধ্যে সভা শেষ করে স্থান ত্যাগ করলেন প্রধানমন্ত্রী।

৪। ১২টি দেশের রাষ্ট্রদূত, কুটনীতিক ও জাতিসংঘের দাতা সংস্থার প্রতিনিধি ইসির সঙ্গে বৈঠক করেছেন আজ। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার বলেন, সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।

ফলাফল: সঙ্কট নিরসনে দূতিয়ালির প্রয়োজন নেই। দুই দল বসেই সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন মাহবুব-উল আলম হানিফ।

৫। আগামী নির্বাচনে জাতীয় পার্টি সঙ্গে থাকলেও মহাজোট জয়ী হবে না : এইচএম এরশাদ।

ফলাফল-ক: এরশাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সরকারকে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের শেষ মুহূর্তে এরশাদের সঙ্গে দেখা করে জিএম কাদের বলেছেন, প্রধানমন্ত্রী মামলার বিষয়টি দেখছেন। মামলা প্রত্যাহার হবে।

ফলাফল-খ: ১৮ দলের সাথে এলে এরশাদকে রাষ্ট্রপতি হওয়ার অফার দিয়েছে বিএনপি।

উপরের ঘটনাপ্রবাহ আর তার প্রতিক্রিয়া খেয়াল করলে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে আওয়ামী লীগ মহা-মাইনকা চিপার মধ্যে পড়েছে। এই চিপা থেকে বের হওয়ার জন্য যতই কসরৎ করছে ততই চোরাবালির অতল গভীরে ডুবে যাচ্ছে তারা।

-------Optimistic Roxবাঁশেরকেল্লা - Basherkella

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File