হঠাৎ জঙ্গী নেপথ্যে কি! বিগত নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনের আগেও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জঙ্গী ইস্যুকে সামনে এনেছিল।

লিখেছেন লিখেছেন কথার_খই ২৭ আগস্ট, ২০১৩, ০১:১৫:৪১ রাত

হঠাৎ জঙ্গী নেপথ্যে কি!



নির্বাচন ঘনিয়ে আসায় হঠাৎ জঙ্গী ধরা শুরু হয়ে গেছে। এতোদিন মহাজোট সরকার দেশে-বিদেশে ‘জঙ্গী দমন’ সাফল্য প্রচার করেছে। বিদেশী মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েও ‘জঙ্গীমুক্ত বাংলাদেশ’ প্রচার করা হয়েছে। জঙ্গী নিধনের সেই সাফল্যকে চেপে রেখে হঠাৎ আবার জঙ্গী ইস্যুকে সামনে নিয়ে আসায় জনমনে কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকের প্রশ্ন- সরকারের দাবি অনুয়ায়ী জঙ্গীমুক্ত দেশে হঠাৎ জঙ্গী ইস্যু সামনে নিয়ে আসার পিছনের রহস্য কি? অধ্যাপক আসিফ নজরুল এক টকশোতে বলেছেন, জঙ্গীদের গ্রেফতার করে মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আইন-শৃংখলা বাহিনী যা বলছে সেটাই মিডিয়ায় আসছে। কিন্তু জঙ্গীদের কোনো কথা প্রচার পাচ্ছে না। জঙ্গীদের কাছে যেসব আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে সে সব যদি সত্যিই তাদের কাছে পাওয়া যায় তাহলে আইন শৃংখলা বাহিনী এতোদিন কি ঘুমিয়ে ছিল? এতো ভয়ঙ্কর অস্ত্র জঙ্গীদের হাতে অথচ আইন শৃংখলা বাহিনী তা টের পায়নি? বিগত নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনের আগেও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জঙ্গী ইস্যুকে সামনে এনেছিল। এক সামরিক বিশেষজ্ঞের মতে অপরাধীদের শনাক্ত করার জন্য মোবাইল ট্রাকিংসহ অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। সেটা থাকার পরও এতোদিন ভয়ঙ্কর অস্ত্রধারীদের গ্রেফতার করতে পারেনি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এটা কি বিশ্বাস যোগ্য? নাকি জঙ্গী গ্রেফতারের রাজনৈতিক নাটক! উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ’৯০ দশকের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশ সফরে এলে বিমান বন্দরে সরকারিভাবে তার হাতে একটি পুস্তিকা তুলে দেয়া হয়। ওই পুস্তিকায় বাংলাদেশে জঙ্গীবাদের উত্থানের চিত্র তুলে ধরা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। Click this link

বিষয়: বিবিধ

১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File