আমাদের উচিৎ হবে সত্য- যত টুকু জানি তা নির্ভয়ে প্রকাশ করা
লিখেছেন লিখেছেন কথার_খই ২৪ আগস্ট, ২০১৩, ০৪:২৩:৩৬ বিকাল
সামনের দরজা খোলবই
কোর'আন হাদীসের আলোয় ,
আলোকিত দরজায় সামনে যেতে
নেই কোন ভয় ।
সামনে যত যাই অনুসরন করব
কর'আন হাদীসের কথা ,
তবেই আমার পথ চলা
হবেনা কখনো বৃথা ।
পথ চলার সময়ে কথা নয়
করতে হবে কাজ ,
সত্যের পথে কাজ করতে
-হতে হবে - নাহি লাজ ।
আমাদের উচিৎ হবে সত্য-
যত টুকু জানি তা নির্ভয়ে প্রকাশ করা ,
আমরা যেন না মানি মিত্যা
সুখের কোন ইশরা ।
বিষয়: বিবিধ
১৬৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন