মালিবাগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিখেছেন লিখেছেন কথার_খই ২২ আগস্ট, ২০১৩, ০১:০১:১৬ রাত
রাজধানীর মালিবাগ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোক্তার হোসেন (৩০) নামে এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ব্যক্তি রাজধানীর ২৩ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। নিহতের স্বজনদের দাবি, পদ-পদবির জন্য তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পুলিশ বলছে, হত্যাকারীদের খুব শিগগিরই আটক করা হবে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টায় মালিবাগের চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোক্তার। এ সময় অজ্ঞাত তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। Click this link
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন