''আমাদের প্রধানমন্ত্রীর সখ''

লিখেছেন লিখেছেন কথার_খই ২১ আগস্ট, ২০১৩, ০৩:০২:০০ রাত

''আমাদের প্রধানমন্ত্রীর সখ''



১৯৯৬ সালে উনার সখ হয়েছিলো তত্ত্ববদায়ক

সরকারের, তখন উনি চরমভাবে ধংসযজ্ঞ ও সারা দেশব্যাপী

মানুষ হত্যায় মেতে উঠেন। আজকে যাদেরকে উনি মানবতাবিরোধী

আখ্যা দিয়ে বিচারের সম্মুখীন করেছেন, তাদেরকে সাথে নিয়ে তৎকালীন

ক্ষমতাসীন সরকার বিএনপিকে বাধ্য করে তত্ত্ববদায়ক সরকার বিল পাস করার জন্য।

১৭৩ দিন হরতাল করেছেন আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা, এই যুক্তি সেই যুক্তি

দেখিয়ে ছিলেন বিএনপিকে। শেষমেস বিএনপি আওয়ামীলীগের বর্বরতা দেখে দেশের

মানুষের কথা চিন্তা করে তত্ত্ববদায়ক সরকার পদ্ধতি চালু করতে বাধ্য হয়।

২০০৭ সালে উনার সখের তত্ত্ববদায়ক সরকার নিয়ে আবারো প্রশ্ন উঠে

ওমুক ভালো না তমুক ভালো নানাবিদ কথার সুরে আবারো শুরু হয় লাগামহীন

আন্দোলন লগিবৈঠা দিয়ে মানুষ হত্যার মতো জঘন্যতম ঘটনা যা দেখে অনেকে জ্ঞান

হারিয়ে ফেলেছিল। যা ১-১১ এক এগারো রুপ ধারণ করে, যা পুরো জাতীকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছিলো। তার পর আসলো মইনুল ফখরুল যারা ছিল আজকের প্রধানমন্ত্রীর

আন্দোলনের ফসল, তা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন জাতীর কাছে ।

তারপর তিনি ক্ষমতায় আসীন হলেন, ক্ষমতার মসনদে বসেই শুরু করে দিলেন

বড় বড় দুর্নীতির প্রকল্প , হাজার হাজার দরবেশ বাবার মাজার খুলে বসেন। জন্ম দেন

অসংখ্য সোনার ছেলে ইত্যাদি। এমন আরো অপকর্ম রয়েছে যা এই মুহূর্তে বলা সম্ভব নয়,

সর্বশেষ আমাদের প্রধানমন্ত্রীর সখ হয়েছে

আবার সেই আন্দোলনের ফসল, সোনার হরিণ, সখ আহলাদের তত্ত্ববদায়ক সরকার

বাতিল করবার। নানা জনের নানান মত উপেক্ষা করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে

সখের ফসল তত্ত্ববদায়ক সরকার বাতিল করে দিয়ে উনার সখ মিঠিয়েছেন ।

এইবার উনি মুখ খুললেন সংবিধানের বাহিরে একচুলও লড়বেন না।

আপনারা কিছু মনে করবেন না আসলে সখ আহলাদ বলে কথা উনার সখ হয়েছে তাই

উনি সখ আহলাদ করছেন, বার বার উনার এই সখের খেরাসত দিতে হয় জনগণকে।

জানিনা হয়তো প্রধানমন্ত্রীর সখের বিরোধীতা করতে গিয়ে কত মা সন্তান হারা হন?

না জানি কত বোন ভাই হারা হন? আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান সংঘাতের পথে দেশকে

ঢেলে দিবেন না ! এখনো সময় আছে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্ত করুন দেশের মানুষকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।

মুরগী কবিরের........................ Click this link

''আমাদের প্রধানমন্ত্রীর সখ''Click this link

বিষয়: বিবিধ

১৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File