গোয়েন্দা পরিচয়ে ছাত্রলীগের চাঁদাবাজি! পুলিশ আইনগত ব্যবস্থা নিলে কিছু জনতা তাঁর মুক্তির দাবিতে শ্লোগান....

লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ আগস্ট, ২০১৩, ০২:৪৩:৫৩ রাত

গোয়েন্দা পরিচয়ে ছাত্রলীগের চাঁদাবাজি!



গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধোপার দিঘি এলাকায় মো. সৌরভ চৌধুরী(২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। সৌরভ হাটহাজারী পৌরসভার আলীপুর ওয়ার্ডের কামালউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগ কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে।

হাটহাজারী থানার এএসআই আজাদ জানান, শনিবার রাতে রাঙামাটি থেকে ছেড়ে আসা গরুবোঝাই একটি ট্রাককে হাটহাজারীর ছড়ারকূল এলাকায় থামায় চার-পাঁচ যুবক। এসময় তাঁরা নিজেদের গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে ট্রাক থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই ট্রাকে ১২টি গরু ছিল।

স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজি নিয়ে দরকষাকষি করার সময় স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। এক পর্যায়ে যুবকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা সৌরভকে ধরে পুলিশে সোপর্দ করে। তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।

আজাদ জানান, ওই ঘটনায় রোববার মো.ফারুক বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় সৌরভকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ কর্মীর মুক্তির দাবিতে মিছিল করেছে তাঁর সহযোগীরা। হাটহাজারীর সর্বস্তরের জনতার ব্যানারে রোববার সন্ধ্যায় দুই শতাধিক লোক সদর এলাকায় মিছিল করে। এ সময় তাঁরা হাটহাজারী থানার ওসির বিরুদ্ধে স্লোগান দেয়।

প্রত্যদর্শীরা জানায়, রোববার বিকেলে হাটহাজারী কলেজের সামনে মিছিলকারীরা জড়ো হয়। সেখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল বের হয়। মিছিলকারীরা হাটহাজারী কলেজ চত্বর থেকে কাচারি সড়ক হয়ে থানার সামনে গিয়ে মিনিটখানেক অবস্থান নেয়।

সেখান থেকে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে। সেখানে হাটহাজারী থানার ওসি এ কে এম লিয়াকত আলীর বিরুদ্ধে স্লোগান দেয়।

হাটহাজারী সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ফ ম নিজামউদ্দিন বলেন, চাঁদাবাজির অভিযোগে একজন যুবককে জনতা শনিবার রাতে পুলিশে সোপর্দ করে। ওই যুবকের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিলে কিছু জনতা তাঁর মুক্তির দাবিতে মিছিল করে। Click this link

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File