আমাদের মানা উচিৎ আল্লাহ ও রসুলের কথা বেশি কিছু নয়, মৃত্যুর চিন্তা মনে রেখে এক মাত্র আ্ল্লাহকে করতে হবে ভয়।

লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ আগস্ট, ২০১৩, ০৩:০০:২৭ রাত

সিজদার এক মাত্র মালিক আল্লাহ



আমরা নামাজের মাধ্যমে স্বীকার-

করতে চাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা ,

জীবন সংগ্রাম করতে গিয়ে

মানতে হবে আল্লাহর ও রসুলের কথা।



আল্লাহর অশিম দয়া উপভোগ-

করছি আমরা প্রতিনিয়ত ,

বিনময়ে আমাদেরকে হতে হবে

আল্লাহর কাছে অবনত।



সিজদা'র এক মাত্র মালিক

তিনি, নেই কোন শরিক তার ,

আমাদের প্রতিনিয়ত যুদ্ধ হওয়া-

চাই, শিরিক থেকে বাঁচার।



শিরিক অনেক বড় গুনা, শিরিকের-

গুনা ক্ষমা করবেনা মহান আল্লাহ ,

শিরিকের মূল স্থান হচ্ছে

মন্দির মাজার এবং দরগাহ !!



আমাদের মানা উচিৎ আল্লাহ ও

রসুলের কথা বেশি কিছু নয়,

মৃত্যুর চিন্তা মনে রেখে

এক মাত্র আ্ল্লাহকে করতে হবে ভয়।



এক আল্লাহকে ভয়ের জীবন

যদি শুরু হয় সবার মাঝে ,

খুন ধর্ষণ সহ সকল অপরাধের-

মিছিল হতনা বর্তমান সমাজে !!



সমাজের সমস্ত অপরাধ দূর-

হলে ফিরবে অনায়াসে শান্তি ,

মনে রাখা অতি জরুরি

আমরা পৃথিবীতে মাত্র কিছু সময়ের অতিথি !!



মৃত্যুর পরের জীবন অনন্ত

যা সিমারেখা বিহীন ,

'ইসলাম' আল্লাহর কাছে গ্রহণ-

যোগ্য এক মাত্র দীন ।



মৃত্যুর পরের জীবনে নেয়ামত

প্রাপ্ত হবে তারা যারা মেনেছে ইসলাম ,

ইসলামের বাহিরে যা কিছু আছে

সব কিছু নিষিদ্ধ সব কিছু হারাম ।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File