(ছবিব্লগ) মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউনে অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। এ ঘটনায় পাঁচ সহস্রাধিক আহত হয়েছেন
লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ আগস্ট, ২০১৩, ০৪:২৫:২৬ বিকাল
মুরসি সমর্থকদের ওপর হামলায় নিহত ২০০, হতাহত বাড়ছে
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউনে অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। এ ঘটনায় পাঁচ সহস্রাধিক আহত হয়েছেন।
মুরসি সমর্থকদের অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিতে বুধবার ভোরে থেকে শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর ক্র্যাকডাউনে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে অন্তত ৩৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
অভিযানে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হয়েছে বলে দাবি করেছে মিশরের রাষ্ট্রীয় টিভি।
বুধবার সকালে সাঁজোয়া বুলডোজার নিয়ে কায়রোর নসর সিটির রাবা আল-আদাবিয়া মসজিদ ও কায়রো ইউনিভার্সিটির নাহদা স্কয়ার ঘিরে ফিলে নিরাপত্তা বাহিনী।
এরপর তাজা বুলেট, গোলাবারুদ, রাবার বুলেট, টিয়ারগ্যাস ও বার্ডশট দিয়ে নিরস্ত্র মুরসি সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ সময় আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারকে টহল দিতে দেখা যায়।
গত ২৮ জুন থেকেই রাবা আল আদাবিয়া ও নাহদা স্কয়ারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন মুরসি সমর্থকরা।
অভিযান শুরুর আগে পুলিশ এর আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। সেখানে অনবরত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
মিশরের সেনা অভ্যুত্থান বিরোধী জোটের সদস্য লায়লা আল-জাজিরাকে বলেন, ‘এখনো অনেক লোককে হত্যা করা হচ্ছে। আমরা এখন যা আশা করতে পারি, তা হলো পরিস্থিতির আরো অবনতি। এখন যেটা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ।’
ইতোমধ্যেই নাহদা স্কয়ার খালি করে দেয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন