যে ব্যক্তি রমজানের রোযা রাখার পর শাওয়াল মাসে ৬টি রোযা রাখলো, সে যেন সারা বছর রোযা রাখলো। -মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সুত্র: সহীহ মুসলিম)
লিখেছেন লিখেছেন কথার_খই ১২ আগস্ট, ২০১৩, ০৫:৫৭:৪৬ বিকাল
যে ব্যক্তি রমজানের রোযা রাখার পর শাওয়াল মাসে ৬টি রোযা রাখলো, সে যেন সারা বছর রোযা রাখলো। -মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সুত্র: সহীহ মুসলিম)
কোন কোন হাদীসবেত্তা উলামায়ে কেরাম বলেছেন, (রমজানের) ৩০+ (শাওয়ালের) ৬টি রোযার ফলে সারা বছর রোযার সওয়াব অর্জন হওয়ার রহস্য হলো-কুরআনের সুরায়ে আনআমের ১৬০নং আয়াতে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোন নেক আমল করবে তাকে তার দশগুন বিনিময় দেওয়া হবে। সুতরাং৩০+৬=৩৬ আর ৩৬কে ১০দিয়ে গুন করলে গুনফল দাড়ায় ৩৬০ সুতরাং এভাবেই একজন ঈমানদার রমজানের ৩০দিনের পর আরো ৬টি রোযা রেখে সারা বছর রোযার সওয়াব অর্জন করতে পারেন।
প্রিয় বন্ধুরা! উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এবং আল্লাহদ্রোহীদের উপর্যপুরী উস্কানীর ফলে আমরা যেন গুরুত্বপূর্ণ এ আমলটির কথা ভুলে না যাই। কারণ, নফল আমলের মাধ্যমে আল্লাহর সন্তষ্টি অর্জন করেই আমাদেরকে শক্তি সংগ্রহ করতে হবে। সেটাই আমাদের শক্তির মূল উৎস। আল্লাহর মেহেরবানীতে আজ আমার দ্বিতীয় রোযা চলছে। আপনারাও শুরু করুন।
মাসের শেষের দিকে রোযা রাখা যতোটা কঠিন হয়ে পড়ে, শুরুর দিকে ততোটাই সহজ। অবশ্য আপনি চাইলে একাধারে না রেখে এ মাসের মধ্যে বিচ্ছিন্নভাবেও রাখতে পারেন। মাত্র ৩৬দিন রোযা রেখে যেন সারা বছর রোযা রাখার সওয়ার পেতে পারি, সকলের জন্য সেই শুভ কামনা।Click this link
বিষয়: বিবিধ
১৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন