আমার মতে ড. জাকির নায়েক সময়ের সেরা ইসলামী বক্তা...... জাকির নায়েক ধোঁকা দিচ্ছেন’ নাকি মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ধোঁকা দিচ্ছেন, আমার প্রশ্ন মাজাহাব পরিচয় বড় নাকি মুসলিম পরিচয় বড়??
লিখেছেন লিখেছেন কথার_খই ১০ আগস্ট, ২০১৩, ০৩:৩০:০৫ রাত
জাকির নায়েক মুসলামানদের ধোকা দিচ্ছেন দাবি করে পিস টিভিতে তার বক্তৃতা না শোনার পরামর্শ দিয়েছেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে শুক্রবার ঈদুল ফিতরের নামাজের আগে বয়ানে মাওলানা যুক্তিবাদী এই পরামর্শ দেন।
তিনি বলেন, “জাকির নায়েক কোনো আলেম নন। ইসলাম ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার কোনো সার্টিফিকেটও নেই। তিনি পিস টিভির মাধ্যমে মুসলমানেদের নানাভাবে ধোঁকা দিচ্ছেন, বিভ্রান্ত করছেন।”
ড.জাকির নায়েকের একটি ভিড়িও দেখুনClick this link
বিষয়: বিবিধ
৩২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন