খবর শুনে আমরা আবেগে কান্নায় ভেঙ্গে পড়ি !! অবশেষে আসিফ মহিউদ্দীন নিজের শরীরের ২ ব্যাগ রক্ত দিয়ে কুকুরটিকে বাঁচিয়ে ছিলেন।

লিখেছেন লিখেছেন কথার_খই ০৭ আগস্ট, ২০১৩, ০৯:৪৩:৫০ রাত

খাসি আসিফ মহিউদ্দীনের মহানুভবতা



মগাচীপ জেল খানায় ৩ রোজাদার কে ইফতার করিয়েছেন। এ খবর শাহবাগি পেইজ গুলো প্রমট করছে। সেই খবর শুনে আমরা আবেগে কান্নায় ভেঙ্গে পড়ি,মগাচীপ বলছে সে মানব ধর্মে বিশ্বাসী,তাই রোজাদারদের ইফতার করিয়েছি। এই খবর শুনে চারদিকে মগাচীপ এর মহানুভবতা ছড়িয়ে পড়ে। চারদিকে শুধু শুধু আসিফ মহি উদ্দীন মহিউদ্দীন বন্দনা।

আমার কাছে এর চেয়েও মগাচীপ এর বড় মহানুভবতার খবর আছে।

একবার ঢাকা শহরে ঠেলা গাড়ির চাকার নিচে একটা কুকুর পড়ে মারত্নক আহত হয়। সবাই কুকুরকে পশু ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে কুকুরটিকে বাঁচাতে হলে ২ ব্যাগ রক্ত লাগবে। কিন্তু কোথাও রক্ত পাওয়া যাচ্ছিলো না।

অবশেষে আসিফ মহিউদ্দীন নিজের শরীরের ২ ব্যাগ রক্ত দিয়ে কুকুরটিকে বাঁচিয়ে ছিলেন। ভাগ্য খুব ভালো ছিলো মগাচীপ এর সাথে কুকুরের রক্তের মিল পাওয়া গিয়েছিল । আসলে এরকম মহানুভবতা কেবল মগাচীপের পক্ষে সম্ভব।

আপনারা এই স্ট্যাটাস শেয়ার করে মগাচীপের মহানুভবতা চারদিকে ছড়িয়ে দিন।

বাঁশেরকেল্লা - Basherkella

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File