ব্লগ ও ফেসবুকে বিল বোর্ড দেখে আমার মনের ভিতরে কিছু বেহুদা প্রশ্ন এসে মনটাকে কামড়া কামড়ি করছে!
লিখেছেন লিখেছেন কথার_খই ০৭ আগস্ট, ২০১৩, ০৫:৩৯:২৭ সকাল
এক নাম্বার প্রশ্নটি হলো/
আমরা বাঙ্গালিরা কি স্বরণ
রাখার ক্ষেত্রে বেশি দূর্বল?
ক্ষত বিক্ষত লাশের মিছিল গুলো নামিশেই ভুলে যায়!
দুই নাম্বার প্রশ্নটি হলো/
ক্ষমতার অপব্যবহার করে যারা নিজস্ব মতবাদ নাস্তিকি প্রতিষ্টা করতে চাই তাদের মিথ্যার ফুলজুরি বিলবোর্ড দেখে কি মানুষ ধর্মহীনদের মায়া মমতায় দেখবে নাকি ঘৃণা ভরে আবার......? ত্যাগ করবে?
তিন নাম্বার প্রশ্নটি হলো/
এখোনো যে মুসলিম বুজতে পারেনি আওয়ামী লীগ ইসলাম বিদ্ধেষী, সে আর যাই হোক অন্ধলীগ ছাড়া আর কেউ নয়।টুডে ব্লগে অন্ধলীগ আছে কি??
চার নাম্বার প্রশ্নটি হলো/
যারা শেয়ার মার্কেট লুটপাটের ঘটনা মনে রাখেনি বা রাখতে চাননা- তারা কি সোনালি ব্যাংক লুটপাটের ঘটনাকে কি ভাবে নিচ্ছেন??
পাঁচ নাম্বার প্রশ্নটি হলো/
বিশ্বজিৎ হত্যকান্ডের মত পর্দা কাপানো দৃশ্য কি আমরা বাঙ্গালী জাতি অতি সহজে ভুলে যাব??
ছয় নাম্বার প্রশ্নটি হলো/
আমরা নাকি পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ! আমার মনেও তার একটা আস্তা তৈরি হয়েছে!! যে জাতি এত নিষ্টুর ঘটনা ভুলে যেতে কুন্ঠাবোধ করেনা তারাতো সুখী হবে'ই>>>>
সাত নাম্বার প্রশ্নটি হলো/
ধর্ম যে মানে তার মুখে ধর্মনিরাপেক্ষতার কথা কখনো শোভা পায়না, যদি কেউ বলে সে পতারক সে ধর্মহীন! আমরা কি ধর্মহীন হতে চাই??
আট নাম্বার প্রশ্নটি হলো/
যারা শিক্ষানীতিতে আল্লাহ এবং দেবদেবী সমান্ত্রলার বানায় (নাউজুবিল্লা) তারা ইসলামকে ধ্বংস চায়, এ সহজ বিষয় গুলো কি আমরা বুজি??
বিষয়: বিবিধ
১৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন