মিল্কি হত্যাকাণ্ডের পিছনে জামায়াত-হেফাজত দায়ী। জামায়াত-হেফাজত দায়ী এ ধরনের প্রচারণা সৃষ্টি করার জন্য এ ধরনের লেবাস পড়েছিল নিজেকে ছদ্মবেশি করে রাখার জন্য করে ছি......
লিখেছেন লিখেছেন কথার_খই ০১ আগস্ট, ২০১৩, ০৬:১৬:৩৩ সকাল
‘সিসিটিভি না থাকলে সবাই বলত, জামায়াত-হেফাজত দায়ী’
যে ভাবে মিল্কি নিহত হয়েছে, সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়লে কখনও প্রকৃত হত্যাকারী সম্পর্কে জানা যেত না। মিল্কি নিহত হওয়া এবং তার হত্যাকারী তারেককে হসপিটাল থেকে থানায় নেয়ার পথে র্যাবের জিম্মায় থাকা অবস্থায় নিহত হলো। দুটি জিনিসই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং আইনের শাসন কি ভয়াবহ অবস্থায় পৌছেছে তারই একটি প্রমাণ।
এর জন্য কে দায়ী, কেন দায়ী? সেটা ব্যাপার নয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা অবনতি হলে এভাবে প্রকাশ্যে মানুষ খুন করার সাহস পাওয়া যায়, আবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মি থাকায় অবস্থায় রাজধানী ঢাকা শহরে লোকে-লোকারণ্য রাজপথে একজন আসামী হত্যাকাণ্ডের স্বীকার হয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার রাতে চ্যানেল আই এর মধ্যরাতের টকশো ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে ঢাবির অধ্যাপক আসিফ নজরুল এসব কথা বলেছেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
আসিফ নজরুল বলেন, যে যুবলীগ নেতা মিল্কিকে গুলি করে হত্যা করেছিল, হত্যা করার সময় সে যে লেবাস ধরে ছিল, সে দাড়ি রেখে ছিল, পায়জামা-পাঞ্জাবী পড়ে ছিল এবং টুপি পড়ে ছিল। আমার মনে হয়, যদি সিসিটিভি না থাকত, যেহেতু নিহত হওয়া ব্যক্তিটি ছিলেন যুবলীগের নেতা। নিশ্চয় সবাই বলত, এ হত্যাকাণ্ডের পিছনে জামায়াত-হেফাজত দায়ী। জামায়াত-হেফাজত দায়ী এ ধরনের প্রচারণা সৃষ্টি করার জন্য এ ধরনের লেবাস পড়েছিল কি না বা নিজেকে ছদ্মবেশি করে রাখার জন্য করে ছিল কি না। এবং আরেকটা প্রশ্ন আছে, হত্যা করার কয়েক সেকেন্ড আগেও ফোনে কথা বলছিল হত্যাকারী,
Click this link
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন