জয়ের জন্মদিনের কেক কাটা নিয়ে নিউইয়র্কে যুবলীগের দুই গ্রুপে মারামারি

লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ জুলাই, ২০১৩, ০৬:৩৯:২৮ সকাল



যুবলীগের প্রাথমিক সদস্যও ছিলেন না—এমন লোকজনের সমন্বয়ে কেন্দ্র থেকে গঠিত যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির কর্মকর্তারা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে নাজেহাল হলেন। পুলিশি হস্তক্ষেপে তারা রক্ষা পেলেও কর্মীদের মধ্যে সৃষ্ট ক্ষোভের প্রশমন ঘটেনি। ২৭ জুলাই শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় রোববার সকাল) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটতে আসা যুক্তরাষ্ট্র যুবলীগ নেতাকর্মীদের ইফতারের টেবিল থেকে পুলিশ দিয়ে বের করে করে দেয়ার ঘটনায় অনেকেই ব্যথিত ও হতবাক করেছেন।

আহ্বায়ক কমিটি অনুমোদনের প্রেক্ষিতে কয়েক সপ্তাহের বিরোধের জের ধরে নিউইয়র্কে যুবলীগের মাঠপর্যায়ের শতাধিক নেতাকর্মীর তুমুল ক্ষেভের মুখে পড়েছিলেন কেন্দ্র অনুমোদিত কমিটির আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরীসহ কয়েকজন। পুলিশি হস্তক্ষেপে তিনি রক্ষা পেলেও তার ডাকা ইফতার পার্টিতে যুবলীগের পরিচিত নেতাকর্মীদের দেখা যায়নি।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ির রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যকরী কমিটির (ভেঙে দেয়া হয়েছে) উদ্যোগে সজিব ওয়াজেদ জয়ের ৪২তম জন্মদিন পালনের জন্য পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শতাধিক নেতাকর্মীর সমাগম ঘটে। একই স্থানে পালকি পার্টি সেন্টারে কেন্দ্র অনুমোদিত আহ্বায়ক কমিটির ইফতার পার্টিও ছিল।

এ কমিটির আহ্বায়কসহ জনাপাঁচেক সদস্য নিরাপত্তা প্রহরী বেষ্টিত হয়ে পালকি পার্টি সেন্টারে প্রবেশের সময় ক্ষোভের মুখে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা কিল-ঘুষি মারতে থাকেন আহ্বায়ক কমিটির কয়েকজনকে। মারদাঙ্গা পরিস্থিতির মধ্যেই যুবলীগের সদস্য জামাল হুসেন তেড়ে যান আহ্বায়ক তারিকুল হায়দারের দিকে। নয়া কমিটির সাংগঠনিক সম্পাদক পদ দেয়ার অঙ্গীকার করে তার কাছে নগদ এক হাজার ডলার নিয়েছেন তারিকুল হায়দার—এ অভিযোগ করতে করতে তারিকুলকে মারতে যান তিনি। এ সময় আরও ক’জন ঝাঁপিয়ে পড়েন তারিকুলের ওপর।

অবস্থা বেগতিক দেখে কেউ একজন ফোন করেন পুলিশকে। পুলিশ আসার পরও ধাওয়া করা হয় তারিকুল সমর্থকদের। অসহায় তারিকুল পুলিশের সহায়তা চান এবং একপর্যায়ে পুলিশ বেষ্টনীতেই তিনি পালকি পার্টি সেন্টারে ঢুকতে সক্ষম হন। সে সময় পালকি পার্টি সেন্টারের দখল নিয়ে নেন যুবলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা। ইফতারের ৭ মিনিট বাকি থাকতেই তারিকুলের অনুরোধে যুবলীগের বেশ ক’জনকে পুলিশ সেখান থেকে বের করে দেন। তারা ইফতারের বক্স সামনে নিয়ে বসেছিলেন। ঘটনাটি সবাইকে ব্যথিত করেছে।

এ অবস্থায় ক্ষুব্ধ নেতাকর্মীরা পালকি পার্টি সেন্টারের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। যুবলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক ফরিদ আলম এ সময় মিডিয়াকে জানান, আমাদের প্রিয় নেতা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালনের জন্য এখানে এসেছি। কিন্তু সে অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টির জন্য যুবলীগের সদস্য ছিলেন না এমন লোকজনের সমন্বয়ে কেন্দ্র অনুমোদিত আহ্বায়ক কমিটি যে আচরণ করলো তা প্রবাসে যুবলীগের ইতিহাসে কালিমা লেপন করেছে।

অপরদিকে আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ইফতার পার্টিতে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পরামর্শক্রমেই যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গত ২৩ জুন ভেঙে দেয়া হয়েছে।’ এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন হুমকি দেন, ‘মাস্তানির জবাব মাস্তানিতেই দেয়া হব,Click this link

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File