শাহবাগ গণজাগরণ মঞ্চে গিয়ে ‘বিতর্কিত’ হওয়া মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদকে ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম হিসেবে চান না কিশোরগঞ্জের মুসল্লিরা।
লিখেছেন লিখেছেন কথার_খই ২৮ জুলাই, ২০১৩, ০৭:৫৫:০০ সন্ধ্যা
ফরীদ মাসঊদকে শোলাকিয়ার ইমাম চান না মুসল্লিরা
শাহবাগ গণজাগরণ মঞ্চে গিয়ে ‘বিতর্কিত’ হওয়া মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদকে ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম হিসেবে চান না কিশোরগঞ্জের মুসল্লিরা।
বৃহস্পতিবার সকালে শোলাকিয়ার ইমাম থেকে ফরীদ মাসঊদকে বাদ দেয়ার দাবিতে মাঠের পাশে মানববন্ধন করেছেন এলাকার মুসল্লিরা। ‘মুসল্লিবৃন্দ’ ব্যানারে কয়েকশ লোক এই মানববন্ধনে অংশ নেন,
মানববন্ধনে অংশ নেয়া মুসল্লিরা জানান, ফরীদ উদ্দীন মাসঊদ ইতিমধ্যে নানা মন্তব্য করে বিতর্কিত হয়েছেন। তিনি শাহবাগে গিয়ে নাস্তিক মুরতাদদের পক্ষে একাত্মতা ঘোষণা করেছেন। শোলাকিয়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে তাকে ইমাম হিসেবে দেখতে চান না মুসল্লিরা।
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগের ইমাম মাওলানা সাইফুল্লাহকে সরিয়ে ফরীদ উদ্দীন মাসঊদকে ইমাম হিসেবে নিয়োগ দেয়। তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠভাজন আলেম হিসেবে পরিচিত।Click this link
বিষয়: বিবিধ
১৬২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন