ইসলাম নারীর অধিকারকে সুরক্ষিত করেছে। অগ্রাধিকার দিয়েছে নারীর মর্যাদাকে। অন্য কোন ধর্মে নারীর প্রতি এমন গুরুত্ব দেয়া হয়নি। তার পরও সুবিধাবাদী গোষ্ঠী নারীর অধিকার আদায়ে ইসলামী বিধিবিধানের বিরোধিতা করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শাহ আহমদ শফী।
লিখেছেন লিখেছেন কথার_খই ২০ জুলাই, ২০১৩, ০৬:৪৪:৪৪ সকাল
নারী অধিকার নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছ......
ইসলাম নারীর অধিকারকে সুরক্ষিত করেছে। অগ্রাধিকার দিয়েছে নারীর মর্যাদাকে। অন্য কোন ধর্মে নারীর প্রতি এমন গুরুত্ব দেয়া হয়নি। তার পরও সুবিধাবাদী গোষ্ঠী নারীর অধিকার আদায়ে ইসলামী বিধিবিধানের
বিরোধিতা করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হেফাজত নেতাকর্মী ও ওলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী দু’সপ্তাহ সৌদি আরবে অবস্থান করেন। বুধবার রাতে দেশে ফিরেছেন। চট্টগ্রাম শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মহানগর হেফাজতের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ৪ঠা জুলাই ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গমন করেন। মক্কা শরীফে ওমরাহ পালন ও পবিত্র মদীনা মুনাওয়ারায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত শেষে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় সৌদি গ্র্যান্ড মুফতি শায়েখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়েখ-এর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। আলে শায়েখ সৌদির সর্বোচ্চ ওলামা পরিষদ সভাপতি এবং আরাফাতের ময়দানে হজের দিনের খতিব ও ইমাম। রিয়াদের নদওয়ায় শুরা কাউন্সিলের প্রতিনিধির সঙ্গেও আল্লামা আহমদ শফীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আল্লামা শফী মক্কা-মদিনায় অবস্থানকালে একটি ভিডিওচিত্র নিয়ে দেশে বিতর্কের ঝড় উঠে। স্বয়ং প্রধানমন্ত্রী এই ভিডিও চিত্রের কঠোর সমালোচনা করেন। এ নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়। কয়েক বছর আগের পুরনো ওই ভিডিও চিত্রে নারীকে তেঁতুলের সঙ্গে তুলনা সংবলিত বক্তব্য বিতর্কের মূল কারণ। এ প্রসঙ্গে আল্লামা শফী বলেন, হেফাজতের ১৩ দফা কর্মসূচির ৪র্থ দফায় নারীর অধিকারের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা নারীকে ইসলামের প্রদত্ত সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখি। কিন্তু নাস্তিক মুরতাদরা নারীকে ভিন্ন দৃষ্টিতে দেখে । তাদের সুবিধা মতো ব্যবহার করে, মূল্যায়ন করে। তিনি বলেন, যারা মিথ্যা ছড়ায়, পরনিন্দা ও অপবাদচর্চা করে তারা অচিরেই লজ্জিত ও অনুতপ্ত হবে। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যের গৌরব চিরস্থায়ী। মিথ্যাচার, অন্যায়-অপবাদ, নিন্দা ও সমালোচনার জবাব হিসেবে নীরবতা সর্বোত্তম। অশালীন মন্তব্য ও বেয়াদবীপূর্ণ উক্তির জবাবে আমি নিজে কিছুই বলতে চাই না। আল্লাহর পক্ষ থেকে তারা জবাব পেতে থাকবেন। তৌহিদী জনতা ধীরে ধীরে এসবের জবাব দিতে থাকবে। আমি শুধু বলবো, প্রত্যেকেই আল্লাহকে ভয় করে চলুন। নিজ কথা, কাজ ও ভূমিকার জন্য আল্লাহর কাছে জবাবদিহির জন্য তৈরি থাকুন। তিনি ১৩ দফা আন্দোলনে সক্রিয় হবার জন্য ইসলাম প্রিয় তৌহিদী জনতার প্রতি আহবান জানান। এদিকে সৌদি আরবে অবস্থানকালে আল্লামা শফী মক্কা, মদীনা, রিয়াদ ও জেদ্দায় প্রবাসী বাংলাদেশীদের বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দেশের চলমান পরিস্থিতি, তৌহিদী জনতার ঈমানী আন্দোলন, ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ চক্রের নানাবিধ অপতৎপরতা প্রসঙ্গে তিনি বিভিন্ন পর্যায়ে মতবিনিময় করেন। আল্লামা শফীর সফরসঙ্গী শায়েখ আনাস মাদানী, মাওলানা হাফেজ মুজ্জাম্মিল, মাওলানা শফী ছাড়াও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ওলামা-মাশায়েখগণ তার সঙ্গে এসব কর্মসূচিতে শরিক হন। হেফাজতে ইসলাম মদীনা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী, রিয়াদ শাখার সভাপতি, মাওলানা হেলালুদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তার সফরসঙ্গী হিসেবে সৌদি আরবের বিভিন্ন নগরীতে হওয়া কর্মসূচিতে অংশ নেন। গত বুধবার রাতে দেশে ফিরে চট্টগ্রাম বিমানবন্দরে সাহরি সেরে আল্লামা শফীকে নিয়ে নেতাকর্মীদের গাড়িবহর হাটহাজারির উদ্দেশে রওনা হয়। দেশের পরিস্থিতি সম্পর্কে স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ তাকে সংক্ষেপে অবহিত করেন। তিনি পবিত্র রমজান মাসে সর্বক্ষেত্রে সকলকে সংযম পালনের উপদেশ দেন। আল্লামা শফী পবিত্র রমজানে কুরআন তিলাওয়াত, তাফসির, মুরিদ-মু’তাকিদদের আধ্যাত্মিক প্রশিক্ষণ, ঈমানী আন্দোলনে সম্পৃক্ত নেতাকর্মীদের জরুরি নির্দেশনা প্রদান ও বিশেষ ইবাদত বন্দেগীর মধ্যেই অতিবাহিত করার পরামর্শ দেন।
তৌহিদী জনতা আওয়ামী লীগকে আর ভোট দিবে না
হেফাজতে ইসলাম লালবাগ জোনের ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে পবিত্র রমজান মাসেও যেভাবে মিথ্যাচার করছে তার জন্য আগামীতে ভয়াবহ মাশুল দিতে হবে। নেতারা আগামী নির্বাচনে আওয়ামী জোটকে ভোট না দিতে জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ সিটির পরাজয়ে পাগলের প্রলাপ বকতে শুরু করেছেন, তিনি আলেম উলামাদের নিয়ে উপহাস করছেন, আল্লামা শফীকে নিয়ে বাজে মন্তব্য করছেন। সরকার প্রধানের মনে রাখা উচিত, তার উল্টাপাল্টা মন্তব্যে আল্লামা শফী বা হেফাজতের কোন ক্ষতি না হলেও নিজ দলের অন্তত বারোটা বাজিয়েছেন তিনি। সারা দেশে আওয়ামী লীগের জন্য এখন মানুুষ বদদোয়া করছে। সচেতন জনতা আওয়ামী লীগকে আর কোনদিন ভোট দিবে না। গতকাল লালবাগ কার্যালয় হলরুমে হেফাজতে ইসলাম লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। লালবাগ জোন আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নায়েবে আমীর ও খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মাওলানা আবদুল হামিদ (পীর মধুপুর,) মাওলানা মুফতি তৈয়্যব হোসাইন উপস্থিত ছিলেন। Click this link
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন