বৃষ্টিও বৃষ্টি তো নয় - জরায়ুর রক্তিম ক্রন্দন। আজ তিনদিন থেকে অবিরাম, ক্ষান্তি নেই তার। নিষেধ পতাকা লাল, পতাকায় শরীরী স্পন্দন তবুও তবুও জাগে, জাগে ইচ্ছা সেখানে যাবার। শত বাধা সত্ত্বেও থামতে পারে না কামুক পুরুষ। দুজনের দেহ ছিঁড়ে বের হয় দুধ-পূর্ণিমা। আর তা নেমে আসে স্তনের চূড়ায়। বাড়তে থাকে কামনার জ্বর।

লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ জুলাই, ২০১৩, ০৬:১৮:২৪ সকাল

তেতুল তত্ব নিয়ে যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের কাছে প্রশ্ন

এগুলো কি তথাকতিত বেশ্যা নারীদের চোখে পড়েনা ???

কবি ও লেখক সৈয়দ শামছুল হক শফী হুজুরের তেতুল এবং লালার সমালোচনা বিবৃতি দিয়েছে / ১২ জন বিশিষ্টজনের মধ্যে তিনিও একজন



নিচে সৈয়দ শামসুল হকের ভালবাসা রাতে গ্রন্হের ২টি কবিতার কয়েকটি লাইন তুলে দিলাম / তবে নিজ দায়ীত্বে পড়বেন / লেখার কোন শব্দের জন্য আমি নিজে দায়ী নই / সর্ম্পুর্ন দ্বায়বার এই বিশিষ্ট লেখকের /

------------------------------------------------

যখন দু’স্তন মেলে ডেকে নিলে বুকের ওপরে,

স্বর্গের জঘন খুলে দেখালে যে-দীপ্তির প্রকাশ,

তখন কী হলো আমি কোন্ ভাষে বলবো কী করে?

মুহূর্তেই ঘুচে গেলো তৃষিতের অপেক্ষার ত্রাস।

(‘ভালোবাসার রাতে-২’)

----------------------------------------------

বৃষ্টিও বৃষ্টি তো নয় - জরায়ুর রক্তিম ক্রন্দন।

আজ তিনদিন থেকে অবিরাম, ক্ষান্তি নেই তার।

নিষেধ পতাকা লাল, পতাকায় শরীরী স্পন্দন

তবুও তবুও জাগে, জাগে ইচ্ছা সেখানে যাবার।

শত বাধা সত্ত্বেও থামতে পারে না কামুক পুরুষ। দুজনের দেহ ছিঁড়ে বের হয় দুধ-পূর্ণিমা। আর তা নেমে আসে স্তনের চূড়ায়। বাড়তে থাকে কামনার জ্বর। আর জ্বরতপ্ত হাত কুড়ায় কামনার ফুল। এ টান শুধু এক পক্ষের নয়। সমানতালে দুজনের। অবশেষ ভেঙে যায় বাঁধ -

তবে ভিজে যাক সব, বৃষ্টি থাক, এসো ভিজে যাই -

জ্বরের আগুনে দেহ লাল বৃষ্টিধারায় ভেজাই॥

(‘ভালোবাসার রাতে-২৯’)

Click this link

বিষয়: বিবিধ

১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File