সূর্যের আলোয় চলবে বিমান

লিখেছেন লিখেছেন কথার_খই ১২ জুলাই, ২০১৩, ০৪:০৩:১২ রাত

সূর্যের আলোয় চলবে বিমান। সুইজারল্যান্ডের দুই গবেষক বারট্রান্ড পিকারড ও আন্ড্রে বুর্শবার্গ এমন এক বিমান তৈরি করেছে। বিমানটি ৭ জুলাই কিছুক্ষণের জন্যে আকাশে উড়ানো হয়।



এ মাসের যেকোনো দিন চূড়ান্তভাবে বিমানটি পরীক্ষা করা হবে। এ বিমানটির গতি ঘণ্টায় ৫৪ কিলোমিটার।

বিমানের দুই পাখায় সৌরপ্লেট লাগানো আছে। সেদিন বুঝি আর বেশি দূরে নয় বিমান চালাতে আর জ্বালানির প্রয়োজন পড়বে না।

বায়ুদূষণ ও অন্যান্য পরিবেশগত সমস্যার কারণে বিমানের জ্বালানি হিসেবে সৌরশক্তি ব্যবহার করা যায় কী না এ ব্যাপারে অনেকদিন ধরেই বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই সফল প্রয়াস নতুন এ বিমান।Click this link

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File