তামাশা বন্ধ করুন, সৌদি রাষ্ট্রদূতের নাম মামলা থেকে বাদ দিন তাড়াতাড়ি

লিখেছেন লিখেছেন কথার_খই ২৮ জুন, ২০১৩, ১০:৩২:১৯ রাত

যা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব মনে হয়, সরকারের অযোগ্যতার কারনে কেন একজন বিদেশী রাষ্ট্রদূত আসামী হবেন\? সৌদি রাষ্ট্রদূতকে জমিন বরাদ্দ দিয়েছে সরকার, মামলা হলে সরকারের নামে হতে পারে, তাই বলে ভিনদেশী রাষ্ট্রদূতের নামে কেন হবে ?



অথচ ঘটনার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সম্পৃক্ততা নেই। কোন দায়ও নেই তার। তবুও তাকে বিবাদী করে মামলা করা হয়েছে। আদালত তা আমলে নিয়ে সমনও জারি করেছে। এদেশের মাথা মোটা বিচারকরা কোথায় পড়া-লেখা করে বিচারক হয় আল্লাহই ভালো জানেন, ব্যক্তিমাত্র আবেগের তাড়নায় অনেক কিছুই নিয়ে যেতে পারেন আদালতে, তাই বলে বিজ্ঞ বিচারকও কি আবেগের তাড়নায় সিদ্ধান্ত নিবেন ?

মাননীয় বিচারক, আপনি কি জানেন ? আপনাদের এসব তামাশার জন্য 25 লাখেরও অধিক পরিবারের ভাগ্যে নেমে আসতে পারে অন্ধকার, বিবেকটাকে কাজে লাগিয়ে বিচার কার্য পরিচালনা করুন, নচেৎ পদত্যাগ করুন....

Click this link

আবু মুজাহিদ

জেদ্দা, সৌদি আরব

বিষয়: বিবিধ

১৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File