মাথা থাকলে মাথা ব্যথা হবে। তাই মাথা ব্যথার ঔষুধ কেনার মত বোকামি না করে মাথা কেটে ফেলাই সুবিবেচনা প্রসূত লোকের কাজ, সবাই মাথা কেটে পেলুন...

লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ মে, ২০১৩, ০২:৫৫:৩০ রাত

বিটিআরসি কে প্রাণঢালা অভিনন্দন

ইন্টারনেট আপলোড স্পিড ৭৫ শতাংশ কমিয়ে ২৫শতাংশে নামিয়ে আনার মত অত্যন্ত সময়োপযোগী ও যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।



দীর্ঘদিন ধরে এই দাবিটি জনমানুষের মুখে মুখে ফিরছিল ।অবশেষে দাবিটি আলোরমুখ দেখায় আমরা চরম ভাবে পুলকিত,আনন্দিত ।তবে স্পিড ০ শতাংশে আসলে আরো বেশি ভালো হতো বলে আমাদের বিশ্বাস।

জানা গেছে, ভিওআইপি ব্যবসা বন্ধের জন্য তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।সঠিক সময়ে সঠিক ডিসিশন ।কারণ মাথা থাকলে মাথা ব্যথা হবেই ।তাই মাথা ব্যথার ঔষুধ কেনার মত বোকামি না করে মাথা কেটে ফেলাই সুবিবেচনা প্রসূত লোকের কাজ ।গোড়াতেই মূলোত্‍পাটন হলো এতে ।

তারপরও যেসব নালায়েক এটা নিয়ে হাউকাউ করছে ,তাদের উদ্দেশ্যে একটা কথায় বলতে চাই , আপনারা এসব বন্ধ করেন । নাহলে জাতি কিন্তু আপনাদের কখনোই ক্ষমা করবে না । আপনারা ভুলে গেছেন মহামান্য কচ্ছপের সেই অমিয় বাণীটি, "SLOW AND STEADY WINS THE RACE ". আপনাদের সৌভাগ্য যে গভর্ণমেন্ট এখনো কম্পিউটার ব্যবহার নিষিদ্ধ করেনি ।তাহলে কিন্তু আমছালা সব হারাবেন ।তাই সময় থাকতেই লুঙ্গিরকাছা শক্ত করুন ।

জয় বাংলা ,স্পিড সামলা !!!

বিঃদ্রঃ- লেখাটি সংগ্রহ করা

Click this link

বিষয়: বিবিধ

২৪২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File