‘এর নাম কি গণতন্ত্র? রাতের আঁধারে মানুষ হত্যা করা হচ্ছে। মিডিয়া কিছু বলতে চাইলে, বলতে পারছে না। তাদের মুখে তালা দেয়া। এভাবে কি একটা দেশ চলতে পারে?’
লিখেছেন লিখেছেন কথার_খই ০৮ মে, ২০১৩, ০৩:২০:৫৪ রাত
মতিঝিলে রবিবার রাতে সরকারি বাহিনীর অভিযানে নিহতদের উদ্দেশে বিএনপি আয়োজিত গায়েবানা জানাযায় অংশ নিয়ে বিকল্পধারা প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘বাতি বন্ধ করে এমন ‘গণহত্যা’ আমার জীবনে আমি আর একবারই দেখেছি, ১৯৭১ সালের ২৫ মার্চ।’
তিনি বলেন, ‘এই কয়েকদিনে যা দেখেছি, তার চেয়ে নিষ্ঠুরতা আর হতে পারে না।’
সাবেক এই রাষ্ট্রপতি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ‘আমি জানি আপনাদের অনেক সাহস। সাহস থাকলে দু-তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতির সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করুন। শাপলা অভিযানে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করুন।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এর নাম কি গণতন্ত্র? রাতের আঁধারে মানুষ হত্যা করা হচ্ছে। মিডিয়া কিছু বলতে চাইলে, বলতে পারছে না। তাদের মুখে তালা দেয়া। এভাবে কি একটা দেশ চলতে পারে?’ Click this link
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন