জরুরী দরকার আমাদের এখন মানবতার পক্ষে মন বদল, আর পেলতে চাইনা আমরা শ্রমিকের অকাল মৃ্ত্যুতে শোকের অশ্রুজল। শ্রমিকদের জন্য নিবেদিত- আমার আজকের কবিতা

লিখেছেন লিখেছেন কথার_খই ০১ মে, ২০১৩, ০৩:০১:০৪ রাত

অন্ধের মত পথ খুঁজি

আমরা পথ হারিয়ে!

ভাতের থালা দূরে ঠেলে দিয়ে

ভিক্ষা চাই হাত বাড়িয়ে!!



নিজের কর্ম মন্দ লাগে

অন্যের কাজে ঝরে ঘাম,

নিজের কাজের প্রতি অবহেলা

নিজেকে দিই'না কোন দাম।

-----------------------------

নিজের গুলো মনে করি 'কম'

অন্যের দুয়ারে নজর,

অন্যরা তোমায় পর ভাবে

অন্যের প্রতি তবু মনে আদর।

-----------------------------

নিজের গুলো আপন করো

দিয়ে সাধ্যমত শ্রম,

অন্যের ধনে নজর দিয়ে

নষ্ট করোনা নিজের লজ্জা শরম।

------------------------------

শ্রমের নায্য মূল্য আদায়ের-

জন্য চাই সৎ মন মাসিকতা,

শ্রমিকদের জন্য নিবেদিত-

আমার আজকের কবিতা।

--------------------------

শ্রমিকদের জন্য চাই নিরাপত্তা

চাই নায্য অধিকার,

শ্রমিক'রা দূর করে দিচ্ছে

দেশের অর্থনৈতির আঁধার।

----------------------------

আমরা আলোকিত হই

শ্রমিকদের মৃত্যুকুপে রেখে!!

আমাদের নৈতিকতার অবক্ষয়

বল কে আছে রুখে?

-------------------

জরুরী দরকার আমাদের এখন

মানবতার পক্ষে মন বদল,

আর পেলতে চাইনা আমরা শ্রমিকের

অকাল মৃ্ত্যুতে শোকের অশ্রুজল।

--------------------------

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File