সুন্দরের সকল পথ হোক উম্মুক্ত, পদ যাত্রায়.......
লিখেছেন লিখেছেন কথার_খই ২৩ এপ্রিল, ২০১৩, ০১:২০:২৮ রাত
সুন্দরের সকল পথ হোক-
উম্মুক্ত, পদ যাত্রায়,
অসুন্দর নিপাত যাক
মানব বসুন্ধারয়।
সুন্দর সবে সন্দি ক্ষণে
করো গ্রহন,
অসুন্দরকে করো সবে
নির্ধদায় বর্জন।
সুন্দর মানে উন্নতির
বহমান দ্বারা,
অসুন্দর মানে দূর্নিতির-
গোছানো গুপ্ত আখড়া।
সুন্দর মানে উভয়ের
মানবিক সমতা,
অসুন্দর মানে দৃমনস্ক
অশুভ শূন্যতা।
সুন্দর মানে নব নবীণের
আলোকিত সঙ্গ,
অসুন্দর মানে খন্ড-
চিত্তে একক রঙ্গ।
সুন্দর মানে সহচর
বাস্তব মনের রং,
অসুন্দর মানে নিলর্জতা
বাহারের কলো ঢং।
সন্দর মানে ভেতরের রূপ-
প্রকাশে নির্ভয়,
অসুন্দর মানে জগড়ার-
মোহে নিন্ধিত পরিছয়।
সুন্দর মানে নব শিশুর
সুশিক্ষিত সমাজ,
অসুন্দর মানে অযোগ্য
ব্যক্তির ত্যাগহীন রাজ।
সুন্দর মানে স্বচ্ছ কাজে
সময়ের উপযুক্ত ব্যক্তি,
অসুন্দর মানে চাপে পড়া
দূর্বলতার আর্তি।
সুন্দর মানে গণপ্রজাতন্ত্রে
অধিকারের বাস্তবতা,
অসুন্দর মানে সুষিত দাপট
না শুনা জনতার কথা।
সুন্দর মানে ফুলদানিতে
ফুলের সমহার,
অসুন্দর মানে বৃত্তে বাস করে
বৃত্ত হীনদের না নেওয়া খবর।
সুন্দর মানে সর্বপুরি
সমন্নয় গড়ে চলা,
অসুন্দর মানে অনুসুচনা হীন
মস্তিস্কের অপবেলা।
--------------------------------------------
আমি আহবান জানচ্ছি সবাইকে আমাদের মনটাকে যেন সুন্দরের দিখে নিয়ে য়ায়। প্রতিটি মানুষের জীবন হোক
সুন্দর। এটাই আামার এক মাত্র কামনা ।
বিষয়: বিবিধ
১৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন