খ্রিষ্টানদের ব্লাসফেমির কলঙ্কটা ইসলামের স্বর্ণযুগের উপর চাপিয়ে দিতে চায়!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ এপ্রিল, ২০১৩, ০৪:৪৩:৪০ বিকাল
খ্রিষ্টানদের ব্লাসফেমির কলঙ্কটা ইসলামের - স্বর্ণযুগের উপর চাপিয়ে দিতে চায়! আওয়ামী লীগ ও বাম ধর্মদ্রোহীদের মনে দিতে চাইনা কোন বেদনা!!
৯০%মুসলিমের দেশে ইসলামের উপর মিথ্যা অপবাদের নেই কোন ঠাঁই। রাজনৈতিক ফায়দা লুটার জন্য দেউলিয়াপনা
সময়ের হাত ধরে হয়ে যাচ্ছে প্রমাণ, আমরা আল্লাহর সৈনিক কোন কারণে আল্লাহ ও রসুল (সাঃ) এর সম্মান হতে দেবোনা ম্লান।
হাছানুল হক ইনুর মত গাদা তুল্য বামও ভিবিন্ন গনমাধ্যমে ইসলাম শেখায়!
ইসলামের 'ই' বুঝেনা কবিরও টকশোতে এসে আল কোরানের আয়াতের ব্যখ্যায়।
যারা শাহবাগে আযানের ওয়াক্ত সহ নাচ গান করেছে ২৪ঘন্টা,
তারাও কোরআন পড়ে দেখানোর জন্য তাদেরও বুলি পুটে ইসলাম রক্ষা করতে কাঁদে মনটা!!
আল্লাহ ও রসুলকে অত্যন্ত নোংরা ভাষায়-কটাক্ষ করে 'দেশে' পাই শহীদ উপাধি,
মুসলিম অমুসলিম সবে যানজায় অংশ গ্রহণ
ইসলামকে অবমানার বড় একটা ফন্দি।
ইসলামের কথা বললে মৌলবাদী, দুস্কৃতিকারি,
ইসলাম বিরোধীদের মুখে খই ফোটে!!
মৌলবাদী, দুস্কৃতিকারি, বলে তারা
নোংরা রাজনীতির ফায়দা লোটে!!
নোংরা রাজনীতির পায়দা লুটার দিন শেষ
মুসলিম'রা আজ গড়ে তুলেছে ঐক্য,
ইনশাল্লাহ অর্জন করবো ঐক্যবদ্ধ ভাবে
সত্য পথে চলার সুস্থ সমাজ গড়ার লক্ষ্য।
বিষয়: বিবিধ
১৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন