নাস্তিক ধর্মদ্রোহীদের পক্ষ নিয়ে সরকার প্রমান করল তারা প্রতিষ্টা করতে চায় সজীব ওয়াজেদ জয়ের মতাদর্শ, ধর্মহীন আদর্শের সাথে আমাদের দৃমত ধর্মহীন সংস্কৃতি করব আমরা ধ্বংস।

লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ এপ্রিল, ২০১৩, ০৪:১৭:৪৯ রাত

মাহামুদুর রহমান এবং আমার দেশ

নির্ভয়ে প্রতিনিয়ত করে গেছে কাজ,

ভারতীয় অশ্রিল সংস্কৃতির

আগ্রসন থেকে বাঁচতে যুব সমাজ।





সেই নির্ভয় কাজের জন্য মামুদুর রহমান-

গ্রেফতার, আমার দেশ বন্ধ!!

ভেবে দেখা দরকার আওয়ামী বাম'রা

সমাজকে করতে চাই কত টুকু মন্দ!





যত মন্দ অশ্রিলতা ছড়িয়ে দিতে পারলেই

আওয়ামী বম'রা শান্তির ছায়া পায়।

সূস্থ সমাজ ফিরে এলে আওয়ামী বাম'দের

জনগন জানায় বিদায়।





বিস্তারিত এখানে

সূস্থ সমাজ গড়ার প্রচেষ্টা

থাকবে আমাদের অব্যাহত,

ধর্মহীন সংস্কৃতির কাছে আমরা

কখনো হবোনা নত।





নাস্তিক ধর্মদ্রোহীদের পক্ষ নিয়ে সরকার প্রমান করল

তারা প্রতিষ্টা করতে চায় সজীব ওয়াজেদ জয়ের মতাদর্শ,

ধর্মহীন আদর্শের সাথে আমাদের দৃমত

ধর্মহীন সংস্কৃতি করব আমরা ধ্বংস।





আমাদের দৃড় একতা ফেরাবে

আমাদেরকে সূস্থ সংস্কৃতির পথে,

আমাদের একতা ছিন্ন হবেনা

ধর্মহীন অন্যায়ের কোন আঘাতে।





সূস্থ সমাজ গড়ার আন্দোলন করতে

গেলে নামে অশুভ দমন নিপিড়ন,

সূস্থ সমাজ গড়তে ধর্য্য ধরতে হবে

আল্লাহর উপর ভরসা রেখে শক্ত করে মন।





আল্লাহ তুমি মাহামুদুর রহমানকে দাও

ধর্য্য ও সয্য করার ক্ষমতা,

আল্লাহ তোমার পক্ষে বলে সূস্থ সমাজ গড়তে

ফিরে এসে বলতে পারে যেন কথা।





[img]http:

//http://www.facebook.com/photo.php?fbid=458301640915007&set=a.122403557838152.24645.122121397866368&type=1&theater[/img]

ছবি গুলো থেকে



সংগ্রহ করা হয়েছে।

বিষয়: রাজনীতি

১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File