দেশ চলবে নবীজীর দেখানো পথে প্রধানমন্ত্রী!! আমার ভাবনা ও ভাসনার কথাটা'ই বলেছে প্রধানমন্ত্রী জনতার সামনে, মিটে যাবে মনের যত দুঃখ যত ক্রোধ

লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ এপ্রিল, ২০১৩, ০২:৪৪:২০ রাত

আওয়ামী লীগে যোগ দিতাম আমি পেলে-

শেখ হাসিনার কথার সাথে কাজের মিল,

কথার মাঝে মেঘ ভাঙ্গা বৃষ্টি, কাজে

সূস্ক আবহাওয়া আকাশটা নীল।







আমার মনের সূপ্ত ভাসনা প্রতিনিয়ত

দেশ চলুক মোহাম্মদ (সাঃ) এর অনুসরনে,

আমার ভাবনা ও ভাসনার কথাটা'ই বলেছে-

আজ প্রধানমন্ত্রী জনতার সামনে।





আমার জামায়েত_শিবির দরকার নেই'

দরকার নেই রাজনৈতিক কোন প্রকার মত বিরোধ!

মোহাম্মদ (সাঃ) এর অনসরন অনুকরন

পেলে'ই মিটে যাবে মনের যত দুঃখ যত ক্রোধ।





প্রধানমন্ত্রীর কথার সাথে মিল খুঁজি

শিক্ষানীতি সমাজ নীতি স্বরাষ্ট নীতির,

শিক্ষানীতি সমাজ নীতি স্বরাষ্ট নীতি দেখে

''ব্যবদান ভাবনা'' দিনের আলো ও রাতের আঁধার!











মুলনীতির কোথাও নেই মোহাম্মদ (সাঃ)

এর অনুসরন অনুকরন!

কথার বাস্তবতা খুঁজতে গিয়ে

বিষন্ন বেদনায় ভরে উটেছে মন!!





বেদনাকে ঝরা ঝির্ণ করে, দীন

কায়েমের পথে থাকব অবিচল,

পেরিয়ে যাব দিপ্ত সাহস নিয়ে

যত বাঁধা যত'ই আসে অনল।





ছবি গুলো



থেকে সংগ্রহ করা হয়েছে।

বিষয়: রাজনীতি

১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File