সময় শেষে বুজেছি ছিল শিক্ষার বড় প্রয়োজন, অনুসুচনায় ঠুকরে কাঁদে এই অশিক্ষিত মন.......

লিখেছেন লিখেছেন কথার_খই ১৩ এপ্রিল, ২০১৩, ১২:৫৯:০৮ রাত

পেটের ক্ষুদা নিবারনে চাই

নুন ডাল ভাত ,

মনের ক্ষুদা নিবারনে চাই

শিক্ষার আলোকিত প্রভাত।





সাধ্য নেই যার সে কি-

পাবে বই কলম খাতা?

শিক্ষার ক্ষুদায় আজ

মনে বড় ব্যথা!





সময় শেষে বুজেছি

ছিল শিক্ষার বড় প্রয়োজন,

অনুসুচনায় ঠুকরে কাঁদে

এই অশিক্ষিত মন।





কে শিখাবে এই সময়ে

কোথায় পাব সার্টিপিকেট,

সময় শেষে দেখেছি

ঝির্ণ সির্ন শূন্য পক্যেট!!





যত স্বাদ, নেই তত সাধ্য

কি করে জীবন গড়ি,

মনটা আজ অন্ধকার

পরিত্যাক্ত বাড়ি।





যে বাড়িতে নেই

পর্যাপ্ত শিক্ষার আলো,

সে মনের সিদ্ধান্ত

কি করে সটিক হয় বল।





পেটের ক্ষুদা নিবারনে

ঘৃর্ণ লজ্জা মাথা খায়,

শিক্ষা হীন মন নিয়ে

বেঁচে থাকা দায়।





============================

আমাদের কি ভেবে দেখা উচিৎ নয় তাদের জন্য যারা খেতে পায় না ? কিছু করা কি উচিৎ নয় যারা পড়ার সুযোগ পায়না তাদের জন্য ? আমি জানি আমাদের দেশে অনেক বৃত্তবান আছেন যারা একটু নজর দিলে হাজারো শিশু উপক্ষৃত হবে।।

অনুরূধ একটাই ভাবুন ,[ মানুষ মানুষের জন্য

বিষয়: সাহিত্য

১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File