দিন বদল চাই কোর'আনে পথে, নাস্তিকের পথে নয়.... এসো দিন বদল করি কোর'আনের পথে।
লিখেছেন লিখেছেন কথার_খই ০৫ এপ্রিল, ২০১৩, ১০:৫৯:২৬ রাত
আমি দিন বদল চাইনা
কোর'আনের বিরোদ্ধে যদি হয় তা,
কোর'আনের পক্ষ নিয়ে
আজীবন বলতে চাই কথা।
কোর'আনের পক্ষে চাই
আমি প্রতিনিয়ত দিন বদল,
কামনা করি আল্লহ্'র কাছে
আমার মনকে করে যেন স্ববল।
স্ববল মন নিয়ে কাটাতে চাই-
আমার বাকী জীবন,
তাতে ভাবতে পারে আমাকে
যে কেউ, পর অথবা আপন!
আপন হই বা পর হই
সত্য পথের পথিক হতে চাই,
কোর'আন হাদীসের আলোকে
জীবন গড়তে চাই।
যে হতে চাইবে বন্ধু
আমার চলার সাথে,
তার প্রতি আহবান এসো-
দিন বদল করি কোর'আনের পথে।
যদি আসতে চাও-
রাখ এ হতে ও হাত,
মহানবী (সাঃ) এর পথে গড়ব জীবন
গুছাবে রত্রি আসবে নতুন প্রভাত।
.....................................................
বন্ধুরা আপনি কি রখম দিন বদল
চান? আপনার মতামত দিন।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন