তারা স্বপ্নেও ছাড়ে না
লিখেছেন লিখেছেন স্ফিয়াহ ২৬ মার্চ, ২০১৩, ১২:৪৫:৫১ রাত
একটা সত্যিকারের স্বপ্ন বলতে ভুলে গেলাম। আমি গতকাল দেখলাম কয়েকজন বন্ধুদের নিয়ে হেলিকাপ্টার দিয়ে আকাশপথে ঘুরতে বের হয়েছি। সেখানেও দেখি বাংলাদেশের কুত্তারা হাজির। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বর্তমানে বাংলাদেশের সর্বনিকৃষ্ট কোন্ জাত, যার সম্বোধন কুত্তা বললেও কম মনে হয়? যে জাতের কোন স্বকীয়তা নেই। পরের গোলামীতে হুংকার দিচ্ছে। নিজ ধর্মের কথা ভুলে গেছে, দায়িত্ববোধের কথা ভুলে গেছে।। অত্যাচার-নির্যাতন ব্যতীত কিছু বুঝে না। মূর্তিপূজক ও নাস্তিকদের সম্মান করতে ভুলে না। যে যেখান থেকে লাথি দেয়, সে সেখানে গিয়ে পরে। আত্মমর্যাদার শেষ স্থানটুকু পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে। তবুও মনে পড়ে না যে, দেশের মা-বোন-স্ত্রী ও সন্তানদের আর্তনাদের কথা। তারা তাদের স্টিম রোলার বাদ দিয়ে মুক্তিযুদ্ধের জন্য যা ব্যবহৃত হতো সেই অস্ত্র, যা নাকি জনগণের অর্থায়নে অন্যায়ের প্রতিরোধে ব্যবহারের জন্য প্রস্তুত থাকতো, তা এখন ব্যবহার হয় সৎ, নিরপরাধ, নির্ভীক, গণতন্ত্র রক্ষা ও হক আদায়ের আন্দোলনে রতদের বিরুদ্ধে। তারা হলো সেই মেহেদী হাসানের দল পু-----লি------শ।
মটর সাইকেল দেখলে যেমন তাদের মাথা খারাপ হয়ে যায়, লাইসেন্স আছে কিনা, আর না হলে বামহাতের ঘুষ। তেমনি প্রকৃত মুসলিম ও ঈমানদারদের দেখলে তাদের মাথা বিগড়িয়ে যায়। তাই আকাশপথেও আমাদের নিচে নামিয়ে সেই দাঙ্গা পুলিশদের হাত থেকে ঘুষের বিনিময়ে ছাড় পেতে হয়। অর্থাৎ এখানেও হায়েনাদের লম্বা হাত। অতএব এই বিজয়ের পূর্ব পর্যন্ত সদাসতর্ক থাকতে হবে।
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন