মুরগী আগে না ডিম?

লিখেছেন লিখেছেন স্ফিয়াহ ০৮ মার্চ, ২০১৩, ০৭:০৬:২১ সন্ধ্যা

যুগে যুগে দেশে দেশে নাস্তিকের জন্ম নিবে, এটাই স্বাভাবিক। এমন কখনো হয়নি যে, ইসলামী জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করার পর নাস্তিকের উত্থান হয়েছে। এ পর্যন্ত যত নাস্তিকের জন্ম নিয়েছে দেখা যাবে গণতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ ও প্রগতিশীলে যথোপযুক্ত পাণ্ডিত্য বা ডক্টরেট অর্জন করার পরই এমন হয়েছে। এই অর্জন ইসলাম নিষেধ করেনি, যদি না আপনি ইসলামী জ্ঞান অর্জন ব্যতিরেক সেগুলো গ্রহণ করেন। আর সে অর্জন যদি ইসলামে সাংঘর্ষিক হয়, তাহলে তো তার জবাবদীহিতা অবশ্যই থাকবে। এজন্যই তাদের কাছে জানতে চাই, মুরগী আগে না ডিম? এ প্রশ্নের উত্তর নাস্তিক মাত্রই দিতে ব্যর্থ হবে। তার প্রমাণ হলো সেই নাস্তিক মৃত্যুর পূর্বে তার কবরস্থ কিভাবে হবেÑ তা বলে যায় না কেন? কেননা তার মৃত্যু মুসলিম, হিন্দু, খৃষ্টান, ইয়াহূদীÑ এই ধর্মাবলম্বীর কোন একটা রীতি অনুসরণ করেই তার কবরস্থ করা হয়। সে যদি প্রকৃত নাস্তিক হয়, তাহলে তার বলা উচিত ভিন্ন কোন রীতির কথা। যেমন- পানিতে ডুবিয়ে দেয়া, টুকরা টুকরা করে মাটিতে গেড়ে দেয়া, গর্ত করে মাটি ভরাট করে ইত্যাদি ইত্যাদি নিয়মের কথা। তাই স্বঘোষিত আধুনিক নাস্তিকদের বিশেষ করে মুসলিম নামধারীদের সর্বাগ্রে যে জিনিসটি করা দরকার, তা হলো জন্মের সময় তার মা যে আস্তিক নাম রেখেছিল তা পরিবর্তন করা, যাতে করে কোন ধর্মাবলম্বীর সাথে মিলে না যায়। এমনিভাবে তার পোশাক-আশাকেও আমূল পরিবর্তন আনা, যাতে দূর থেকে সহজেই বুঝতে পারা যায় যে, নাস্তিক আসছে। তারপরই আমরা বুঝতে পারবো, আপনি সত্যিকারের নাস্তিক।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File