এ মুহুর্তে অবশিষ্টাংশ ইসলামী দলগুলোর কি কোন দায়িত্ব নেই?
লিখেছেন লিখেছেন স্ফিয়াহ ০১ মার্চ, ২০১৩, ১২:২৪:২০ রাত
দেশে আজ যা হওয়ার কথা ছিল, তাই হয়েছে। বর্তমানে যারা টুপি-দাড়ি পড়ে তাবলীগী কাজে রত আছে ও বিভিন্ন ইসলামী দল গঠনরত আছে এবং ঈমান রক্ষার্থে জামায়াতে ইসলামী বাদে ৮টি দলের সমন্বয়ে যে দল গঠন করা হয়েছে, তাদেরকে কি নাস্তিক-মুরতাদবাদী এ সরকারী এভাবেই ছেড়ে দিবেÑ তারা কুরআনের সেই আয়াতের কথা কি ভুলে গেছে, আল্লাহ ঘোষণা করেছেনÑ “আমি কি তোমাদের পরীক্ষা না করে এমনিতেই ছেড়ে দিব”।
মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাফসীর মাহফিলে ইসলামের সৌন্দর্য বহিঃপ্রকাশের মাধ্যমে যারা “লা- ইলা-হা ইল্লাল্লা-হ” বলে ইসলামের সুশীতল ছায়ায় স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেনÑ অথচ ফ্যাসিবাদী সরকার তাঁকে ধর্মান্তরিত করণের অভিযোগে ফাঁসির রায় দেয়া হয়েছেÑ এ রায় কি অদূর ভবিষ্যতে আপনাদের উপর বর্তাবে নাÑ তা কি কক্ষনো ভেবে দেখেছেন? এ নাস্তিক-মুরতাদ ও ফ্যাসিবাদী সরকার নির্মমভাবে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা কি প্রমাণ করে না যে, তারা এ দেশে কোন ইসলামী দল থাকতে দিবে না। তাই আর দেরী নয়, এখনই তা রোখবার সময়। “নারায়ে তাকবীর” বলে এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়ে শহীদ বা গাজী হওয়ার সৌভাগ্য অর্জন করি।
দেশে আজ যা হওয়ার কথা ছিল, তাই হয়েছে। বর্তমানে যারা টুপি-দাড়ি পড়ে তাবলীগী কাজে রত আছে ও বিভিন্ন ইসলামী দল গঠনরত আছে এবং ঈমান রক্ষার্থে জামায়াতে ইসলামী বাদে ৮টি দলের সমন্বয়ে যে দল গঠন করা হয়েছে, তাদেরকে কি নাস্তিক-মুরতাদবাদী এ সরকারী এভাবেই ছেড়ে দিবেÑ তারা কুরআনের সেই আয়াতের কথা কি ভুলে গেছে, আল্লাহ ঘোষণা করেছেনÑ “আমি কি তোমাদের পরীক্ষা না করে এমনিতেই ছেড়ে দিব”।
মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তাফসীর মাহফিলে ইসলামের সৌন্দর্য বহিঃপ্রকাশের মাধ্যমে যারা “লা- ইলা-হা ইল্লাল্লা-হ” বলে ইসলামের সুশীতল ছায়ায় স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেনÑ অথচ ফ্যাসিবাদী সরকার তাঁকে ধর্মান্তরিত করণের অভিযোগে ফাঁসির রায় দেয়া হয়েছেÑ এ রায় কি অদূর ভবিষ্যতে আপনাদের উপর বর্তাবে নাÑ তা কি কক্ষনো ভেবে দেখেছেন? এ নাস্তিক-মুরতাদ ও ফ্যাসিবাদী সরকার নির্মমভাবে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা কি প্রমাণ করে না যে, তারা এ দেশে কোন ইসলামী দল থাকতে দিবে না। তাই আর দেরী নয়, এখনই তা রোখবার সময়। “নারায়ে তাকবীর” বলে এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়ে শহীদ বা গাজী হওয়ার সৌভাগ্য অর্জন করি।
বিষয়: রাজনীতি
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন